কলকাতা, 1 জুন: শেষ দফার ভোটে দফায় দফায় অশান্ত হতে দেখা গেল একাধিক এলাকা ৷ বাদ গেল না বরানগরও ৷ এবার সরাসরি বরানগর বিধানসভা উপনির্বাচনের দিনই হাতাহাতিতে জড়িয়ে গেলেন সিপিএম প্রার্থী এবং স্থানীয় এক তৃণমূল কাউন্সিলর ৷ একে অপরের দিকে তেড়ে মারতেও গেলেন দু'জন ৷ তৃণমূল কাউন্সিলরের কলার চেপে ধরতে দেখা গেল বর্ষিয়ান সিপিএম প্রার্থীকে ৷ পালটা তাঁকে মারতে তেড়ে গেলেন তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা ৷
বুথের সামনেই তন্ময় ভট্টাচার্যের সঙ্গে হাতাহাতি তৃণমূল কাউন্সিলরের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Tanmoy Bhattacharya: বরানগর বিধানসভায় উপনির্বাচনে ভোট পরিদর্শনে গিয়ে হাতাহাতিতে জড়ালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ৷ এদিন সকালে ভোট পরিদর্শনে গিয়েই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বর্ষিয়ান সিপিএম প্রার্থী ৷
Published : Jun 1, 2024, 11:06 AM IST
|Updated : Jun 1, 2024, 11:42 AM IST
লোকসভা ভোটের সঙ্গেই বরানগর বিধানসভায় উপনির্বাচনও চলছে শনিবার ৷ আর সেই কেন্দ্রে সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য ৷ এদিন সকালে ভোট পরিদর্শনে গিয়েই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি ৷ সিপিএমের অভিযোগ, এই কেন্দ্রের 61 ও 62 নম্বর বুথে বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শান্তনু মজুমদারের নেতৃত্বে শাসকদলের গুন্ডাবাহিনী আক্রমণ করে বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্যের উপরে ৷
প্রথমে তর্কাতর্কি পরে একে অপরের দিকে তেড়ে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু'জনেই ৷ পালটা তৃণমূলের অভিযোগ, বুথে এসে ভোটারদের প্রভাবিত করছিলেন তন্ময় ভট্টাচার্য ৷ এরপরই সিপিএম প্রার্থী তৃণমূল কাউন্সিলরের দিকে তেড়ে যেতে দেখা যায় সিপিএম প্রার্থীকে ৷ অন্যদিকে, তন্ময় ভট্টাচার্যের অভিযোগ, তাঁকে বুথের মধ্যে ঘিরে ধরে 'চোর চোর' এবং 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হয় ৷