কলকাতা, 1 অগস্ট: লক্ষ্মীর ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি সিপিআইএমের দলীয় চিঠিতে ৷ কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করাটা নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়েছে । লক্ষ্মীর ভান্ডারকে উৎকোচ বলে কটাক্ষ করেছিলেন দলীয় কর্মীদের একাংশ, যা গরিব মানুষের থেকে দলকে বিচ্ছিন্ন করে দিয়েছে । লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রাথমিক পর্যালোচনার পর প্রকাশিত পার্টি চিঠির 14 নম্বর পাতায় এবিষয়টি উল্লেখ করেছে সিপিআইএম ।
চিঠিতে নিচুতলাকে দুষে একথা স্বীকার করে নেওয়া হয়েছে যে, বিজেপির প্রতি নরম অবস্থান পার্টি লাইনের পরিপন্থী । পাশাপাশি ওই চিঠিতে বলা হয়েছে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার আহ্বান জানানো হলেও, প্রকৃত প্রচারের সময় নিচুতলার কর্মীদের মধ্যে বিজেপির বিরুদ্ধে সংসদীয় নির্বাচনে লড়াই করার প্রতি মনোযোগ কম ছিল । তৃণমূলের বিরুদ্ধে প্রচারেই বেশি জোর দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে সিপিআইএমের চিঠিতে । সেখানে কর্মীদের শিক্ষিত করার উপর জোর দেওয়া হয়েছে ৷