উস্তি, 21 জানুয়ারি: প্রয়াত সিপিএম নেতার স্মরণসভায় এসে বামেদের প্রশংসা করায় বিতর্কে জড়ালেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। একদিকে এই নিয়ে সরব হয়েছে শাসকদল ও বিজেপি ৷ অন্যদিকে, ঘটনার সৌজন্যতা ছাড়া আর কিছুই দেখছে না সিপিএম। একই মত খোদ বিধায়কেরও ৷
জানা গিয়েছে, শনিবার দক্ষিণ 24 পরগনার মগরাহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীচন্দা হাইস্কুলের মাঠে প্রয়াত সিপিএম নেতা সন্দীপ বারিকের স্মরণে একটি সভার করা হয় ৷ এই সভার আয়োজন করে সিপিএমের উস্তি এরিয়া কমিটি। বাম নেতৃত্বের তরফে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় । সেই আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি আসেন স্মরণসভায়।
সিপিএম নেতা ও কর্মীদের সঙ্গে তৃণমূল বিধায়কও প্রয়াত সন্দীপ বারিকের প্রতিকৃতিতে মাল্যদান করেন । পরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু-সহ বাম নেতৃত্বের প্রশংসা করেন গিয়াসউদ্দিন মোল্লা । তৃণমূল বিধায়ক চলে যাওয়ার পর অনুষ্ঠান মঞ্চে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তবে এই ঘটনার পর বিতর্ক পিছু ছাড়ছে না শাসক শিবিরের বিধায়কের ৷
এ বিষয়ে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বলেন, "ছোটবেলায় রাজনীতিতে এসে সন্দীপ বারিকের স্নেহ পেয়েছি। আলাদা দল করতে পারি । তবে সিপিএম পার্টি মানেই খারাপ নয়। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল । তাই আমি স্মরণসভায় এসেছিলাম ।" যদিও বিধায়কের এই কাজে মোটেই খুশি নন স্থানীয় তৃণমূল নেতারা । মগরাহাট এক নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান বলেন, "কী কারণে বিধায়ক সিপিএমের মঞ্চে গেলেন, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে উনি না-গেলেই ভালো করতেন । এতে নীচুতলার তৃণমূল কর্মীদের মনে আঘাত লাগতে পারে ।"