পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর: টাকা দিতে চেয়েছিল পুলিশ ! কংগ্রেসের ডাকে ডিসি নর্থ দফতর অভিযানে ধুন্ধুমার - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চেয়েছিল পুলিশ ৷ নির্যাতিতার বাবা-মা এই অভিযোগ করার পর এবার এর প্রতিবাদে সামিল হল প্রদেশ কংগ্রেস ৷ তাদের ডাকে ডিসি নর্থ দফতর অভিযানে আর উত্তপ্ত হয়ে উঠল এপিসি রোড ৷

ETV BHARAT
কংগ্রেসের ডাকে ডিসি নর্থ দফতর অভিযানে ধুন্ধুমার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 5:08 PM IST

Updated : Sep 6, 2024, 10:19 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: টাকা দিয়ে আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিল পুলিশ ! রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়ে এমনই অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা-মা ৷ তাঁদের সেই অভিযোগের ভিত্তিতে এবার পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে সামিল প্রদেশ কংগ্রেস ৷ 'পুলিশের টাকা দেওয়ার' চেষ্টার প্রতিবাদে আজ তারা কলকাতা পুলিশের নর্থ ডিসি দফতরে অভিযান করে ৷ আর প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচিকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে সুকিয়া স্ট্রিট ।

ডিসি নর্থ দফতর অভিযানে ধুন্ধুমার (ইটিভি ভারত)

এদিন নর্থ ডিসির কুশপুতুলও দাহ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা ৷ ডিসি নর্থের দফতরের দিকে মিছিল এগিয়ে গেলে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ তবে পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে আরও কিছুটা এগিয়ে দ্বিতীয় ব্যারিকেডও ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ তখনই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । আন্দোলনকারী অনড় অবস্থান নিলে তাঁদের একে একে প্রিজন ভ্যানে তুলে আটক করে পুলিশ ৷ ধৃতদের নিয়ে যাওয়া হয় লালবাজারে ।

এদিনের আন্দোলনের জেরে বেশ কিছুটা সময় যান চলাচল স্তব্ধ হয়ে যায় এপিসি রোডে । পুলিশকে দেখে নকল টাকা ছুড়তে থাকেন আন্দোলনকারীরা ।

আন্দোলনকারীদের তোলা হচ্ছে প্রিজন ভ্যানে (নিজস্ব চিত্র)

এদিন মিছিলে অংশগ্রহণকারী কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রতিপক্ষদের দাবিয়ে রাখার জন্য পুলিশ ও প্রশাসনকে নিজের কাজে ব্যবহার করে ৷ ভয়ংকর অভিযোগ উঠেছে যে, একজন উচ্চ পর্যায়ের অফিসার সেই বোনের বাড়িতে, যে আমাদের মধ্যে আর নেই, তাঁর বাড়িতে গিয়ে টাকা ঘুষ হিসেবে নিয়ে গিয়েছিলেন ৷ তাঁদের মুখ বন্ধ রাখার জন্য ৷ তার বিরুদ্ধে কংগ্রেস আন্দোলনে নেমেছে ৷ যিনি মারা গিয়েছেন, তাঁর বাবা-মাও মুখ খুলেছেন ৷ সেই জন্য যে দুর্নীতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় উৎসাহ দিচ্ছে, বাংলায় যে দুর্বৃত্তায়ন করছে, তার বিরুদ্ধে আজ জাতীয় কংগ্রেস পথে নেমেছে ৷ এই আন্দোলন চলবে ৷ বাংলার মানুষের চোখ জাতীয় কংগ্রেস খুলে দেবে ৷"

Last Updated : Sep 6, 2024, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details