সোদপুর, 20 জানুয়ারি: বহুচর্চিত আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আজ সাজা ঘোষণা হবে শিয়ালদা আদালতে। তার আগে সোমবার সকালে সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা ছাত্রীর পরিবার সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চাইলেন।
এই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন," সঞ্জয় রায় যা অপরাধ করেছে তার কোনও ক্ষমা নেই। এই ধরনের অপরাধীরা সমাজে ঘুরে বেড়ালে আরও অপরাধ সংগঠিত হবে। তাই, আমরা সঞ্জয়ের ফাঁসি চাই।" শুধু সঞ্জয় নন, আরজি কর-কাণ্ডে প্রকৃত দোষীদের সকলেরই ফাঁসি চেয়ে সরব হয়েছেন নিহত চিকিৎসক ছাত্রীর মা।
তিনি আরও বলেন,"সঞ্জয়ের শাস্তি হওয়া মানেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে না। তদন্ত ও বিচার প্রক্রিয়া দুটোই চলবে সমানভাবে। আমাদের আশা, প্রকৃত দোষীরা একদিন সামনে আসবে।' তবে সুবিচার না মেলা পর্যন্ত পথে নেমে প্রতিবাদ এবং আইনি লড়াই জারি থাকবে বলেও এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন নির্যাতিতা ছাত্রীর মা। তিনি মনে করেন, 'একা সঞ্জয় রায়ের পক্ষে এতবড় অপরাধ সংগঠিত করা সম্ভব নয়। নিশ্চয় ওকে ঘটনার দিন কেউ না কেউ পাঠিয়েছিল আরজি করের সেমিনার হলে ৷ এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন কেউই এড়িয়ে যেতে পারে না।'
এদিকে,সঞ্জয় রায় বিচারকের সামনে প্রকৃত সত্য কথা বলছেন না বলেও এদিন দাবি করেছেন আরজি করে নিহত চিকিৎসক ছাত্রীর মা। তিনি বলেন, "বিচারক আমাদের সামনেই ওকে 104টি প্রশ্ন করেছিল। কিন্তু,কোনও প্রশ্নের উত্তরই সঠিকভাবে দেয়নি । শুধু একটাই কথা বলছে আমি এই অপরাধের সঙ্গে যুক্ত নই। যারা দোষী তারা কখনই নিজের দোষ কবুল করে না । বাঁচতে অনেক কিছুর আশ্রয় নেয়।"
অন্যদিকে,সাজা ঘোষণার দিনেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় আরজি করে নিহত চিকিৎসক ছাত্রীর পরিবারকে।এই বিষয়ে নির্যাতিতা ছাত্রীর মা বলেন,"সিবিআই কোনওভাবে প্রভাবিত হয়েছে বলে ধারনা আমাদের।তা না হলে মামলার মূল জায়গায় তাঁরা কেন পৌঁছতে চাইছে না?"