ETV Bharat / state

পশ্চিমবঙ্গ ফার্মার ওষুধ ও স্যালাইন সরানোর কাজ শুরু উত্তরবঙ্গ মেডিক্যালে - NORTH BENGAL MEDICAL COLLEGE

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত ওষুধ ও স্যালাইন বিভিন্ন ওয়ার্ড ও সেন্ট্রাল স্টোরেজ থেকে সরানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সেই অনুযায়ী কাজ শুরু উত্তরবঙ্গ মেডিক্যালে ৷

North Bengal Medical College
ওষুধ ও স্যালাইন সরানোর কাজ শুরু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 2:31 PM IST

শিলিগুড়ি, 20 জানুয়ারি: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত স্যালাইন ও ওষুধ সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, সমস্ত ধরনের ওষুধ ও স্যালাইন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেন্ট্রাল স্টোরেজ থেকে সরিয়ে নিয়ে আলাদা গুদামে মজুত রাখতে হবে । সেই মতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেন্ট্রাল মেডিসিন স্টোর থেকে সরিয়ে প্রস্তুতকারীর ওষুধগুলি গুদামে রাখার কাজ শুরু করেছেন হাসপাতালের কর্মীরা ।

কোনওভাবেই ওই সংস্থার সমস্ত ওষুধ যাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্যবহার করা না হয়, সেই নির্দেশ দিয়েছেন মেডিক্যাল কলেজের সুপার সঞ্জয় মল্লিক । সোমবার তিনি বলেন, "স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বদলে অন্যান্য বিভিন্ন কোম্পানিকে ইতিমধ্যেই ওষুধ সাপ্লাই দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে । তবে তাদের অর্ডার আসতে কিছু না হলেও 15 - 20 দিন সময় লেগে যাবে । তাতে যাতে সাধারণ রোগীদের কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্য ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকেই সেগুলি নেওয়া হচ্ছে ।"

গুদামে সরিয়ে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ ও স্যালাইন (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, আশা করা হচ্ছে, বিভিন্ন কোম্পানি অল্প কিছু করে যদি ওষুধ সাপ্লাই দিতে শুরু করে তাহলে কোনও অসুবিধা হবে না । পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের অবজারভেশনের জন্য একটি টিম এসেছিল ৷ তারা দেখে গিয়েছে ৷ ওষুধগুলি আলাদাভাবে রাখা রয়েছে । এরপর স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী সেগুলোকে ভবিষ্যতে কী করা হবে তা জানানো হবে ।"

North Bengal Medical College
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ ও স্যালাইন (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিষাক্ত স্যালাইন ব্যবহারের অভিযোগ ওঠে মেদিনীপুর মেডিক্যালে ৷ যার ফলে প্রসূতি মামণি রুইদাসের মৃত্যু ঘটে । আশঙ্কাজনক আরও তিন প্রসূতি কলকাতায় ও একজন মেদিনীপুরে চিকিৎসাধীন । পরে এক সদ্যোজাতেরও মৃত্যু হয় ৷ এমনকি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ওই স্যালাইন ব্যবহার করায় গত বছর এপ্রিল মাসে পাঁচ প্রসূতিরও মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল । পরবর্তীতে প্রসূতি বিভাগে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওই স্যালাইন ব্যবহার করা বন্ধ হয় ।

শিলিগুড়ি, 20 জানুয়ারি: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত স্যালাইন ও ওষুধ সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, সমস্ত ধরনের ওষুধ ও স্যালাইন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেন্ট্রাল স্টোরেজ থেকে সরিয়ে নিয়ে আলাদা গুদামে মজুত রাখতে হবে । সেই মতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেন্ট্রাল মেডিসিন স্টোর থেকে সরিয়ে প্রস্তুতকারীর ওষুধগুলি গুদামে রাখার কাজ শুরু করেছেন হাসপাতালের কর্মীরা ।

কোনওভাবেই ওই সংস্থার সমস্ত ওষুধ যাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্যবহার করা না হয়, সেই নির্দেশ দিয়েছেন মেডিক্যাল কলেজের সুপার সঞ্জয় মল্লিক । সোমবার তিনি বলেন, "স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বদলে অন্যান্য বিভিন্ন কোম্পানিকে ইতিমধ্যেই ওষুধ সাপ্লাই দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে । তবে তাদের অর্ডার আসতে কিছু না হলেও 15 - 20 দিন সময় লেগে যাবে । তাতে যাতে সাধারণ রোগীদের কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্য ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকেই সেগুলি নেওয়া হচ্ছে ।"

গুদামে সরিয়ে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ ও স্যালাইন (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, আশা করা হচ্ছে, বিভিন্ন কোম্পানি অল্প কিছু করে যদি ওষুধ সাপ্লাই দিতে শুরু করে তাহলে কোনও অসুবিধা হবে না । পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের অবজারভেশনের জন্য একটি টিম এসেছিল ৷ তারা দেখে গিয়েছে ৷ ওষুধগুলি আলাদাভাবে রাখা রয়েছে । এরপর স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী সেগুলোকে ভবিষ্যতে কী করা হবে তা জানানো হবে ।"

North Bengal Medical College
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ ও স্যালাইন (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিষাক্ত স্যালাইন ব্যবহারের অভিযোগ ওঠে মেদিনীপুর মেডিক্যালে ৷ যার ফলে প্রসূতি মামণি রুইদাসের মৃত্যু ঘটে । আশঙ্কাজনক আরও তিন প্রসূতি কলকাতায় ও একজন মেদিনীপুরে চিকিৎসাধীন । পরে এক সদ্যোজাতেরও মৃত্যু হয় ৷ এমনকি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ওই স্যালাইন ব্যবহার করায় গত বছর এপ্রিল মাসে পাঁচ প্রসূতিরও মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল । পরবর্তীতে প্রসূতি বিভাগে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওই স্যালাইন ব্যবহার করা বন্ধ হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.