ETV Bharat / state

আসানসোলে 25 কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার 1 - GANJA SEIZED

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বরাচক রেলস্টেশনে তল্লাশি চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ সেই সময়, স্টেশনের বাইরে থেকে 25 কেজি উদ্ধার হয় ৷

GANJA SEIZED
আসানসোলে গাঁজা-সহ গ্রেফতার একজন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 2:29 PM IST

আসানসোল, 20 জানুয়ার: গাঁজা পাচারের অন্তঃরাজ্য চক্রের হদিস পেল আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ বরাচক রেলস্টেশনের বাইরে 25 কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

জানা গিয়েছে, সোমবার গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালান আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ জানিয়েছে, ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে এই রাজ্যে গাঁজা পাচার করা হচ্ছিল । অবশেষে তা রোখা গিয়েছে।

বরাচকে উদ্ধার গাঁজা (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পাচারকারীর নাম দুর্গেশ সিং। তার বাড়ি আসানসোলের মহিশীলায় । ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷ রাজ্যের কোথায় এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি, এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখার চেষ্টা চলছে ।

উল্লেখ্য, তিনদিন আগেই কালিপাহাড়ী এলাকায় গাঁজা-সহ দু'জনকে গ্রেফতার করা হয় । এবার বরাচক স্টেশন । আসানসোল স্টেশনের পরেই বরাচক স্টেশন । যাত্রী ওঠানামা কম । তাই রেলপুলিশ বা আরপিএফ-এর তেমন নজর থাকে না এই স্টেশনে । পুলিশের অনুমান, সে বিষয়টিকে কাজে লাগিয়েই এদিন মাদক পাচার করে অভিযুক্তরা ।

পুলিশের অনুমান, ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে গাঁজা ঢুকছে এই রাজ্যে ৷ নিরাপত্তা কম থাকায় এই বরাচক স্টেশনকে ব্যবহার করছে তারা ৷ পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে ঝাড়খণ্ডের ধানবাদে গাঁজা নিয়ে আসা হয় । সেখান থেকে রেলপথে আসানসোলে আসে গাঁজা । স্টেশন থেকে সহজেই গাঁজা নিয়ে বেরিয়ে যায় পাচারকারীরা ৷ কিন্তু শেষরক্ষা হল না ।

পড়ুন: গাড়িতে 6 লক্ষ টাকার গাঁজা ! করিমপুর যাওয়ার পথে এসটিএফ'র জালে 2

আসানসোল, 20 জানুয়ার: গাঁজা পাচারের অন্তঃরাজ্য চক্রের হদিস পেল আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ বরাচক রেলস্টেশনের বাইরে 25 কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

জানা গিয়েছে, সোমবার গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালান আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ জানিয়েছে, ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে এই রাজ্যে গাঁজা পাচার করা হচ্ছিল । অবশেষে তা রোখা গিয়েছে।

বরাচকে উদ্ধার গাঁজা (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পাচারকারীর নাম দুর্গেশ সিং। তার বাড়ি আসানসোলের মহিশীলায় । ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷ রাজ্যের কোথায় এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি, এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখার চেষ্টা চলছে ।

উল্লেখ্য, তিনদিন আগেই কালিপাহাড়ী এলাকায় গাঁজা-সহ দু'জনকে গ্রেফতার করা হয় । এবার বরাচক স্টেশন । আসানসোল স্টেশনের পরেই বরাচক স্টেশন । যাত্রী ওঠানামা কম । তাই রেলপুলিশ বা আরপিএফ-এর তেমন নজর থাকে না এই স্টেশনে । পুলিশের অনুমান, সে বিষয়টিকে কাজে লাগিয়েই এদিন মাদক পাচার করে অভিযুক্তরা ।

পুলিশের অনুমান, ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে গাঁজা ঢুকছে এই রাজ্যে ৷ নিরাপত্তা কম থাকায় এই বরাচক স্টেশনকে ব্যবহার করছে তারা ৷ পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে ঝাড়খণ্ডের ধানবাদে গাঁজা নিয়ে আসা হয় । সেখান থেকে রেলপথে আসানসোলে আসে গাঁজা । স্টেশন থেকে সহজেই গাঁজা নিয়ে বেরিয়ে যায় পাচারকারীরা ৷ কিন্তু শেষরক্ষা হল না ।

পড়ুন: গাড়িতে 6 লক্ষ টাকার গাঁজা ! করিমপুর যাওয়ার পথে এসটিএফ'র জালে 2
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.