ভাঙড়, 20 জানুয়ারি: ফের আক্রান্ত পুলিশ । রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত একাধিক পুলিশ কর্মী । আহত পুলিশ কর্মীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।
জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকেই । ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের । তৃণমূলের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, স্থানীয় এক তৃণমূল নেতার সামনেই পুলিশের উপর হামলা হয়েছে বলে অভিযোগ । পুলিশ দু'জনকে আটক করার চেষ্টা করতেই হামলা । ধরপাকড় শুরু হতেই তাদের ছিনিয়ে নিয়ে চেষ্টা হয়েছিল বলে অভিযোগ । ভাঙরের বিধায়ক শওকত মোল্লা গোটা ঘটনার ব্যাপারে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন ।
গত বুধবার থেকে শাঁকশহরে বাবন পীরের মেলা শুরু হয়েছে । অভিযোগ, সেখানেই জুয়ার আসর বসানো হয় । জুয়ার ঠেকে কারা তৈরি করেছিল, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ । ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে । নানা সময় উত্তপ্ত হয়েছে ভাঙড় । এই নিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে । তারপরও যে ভাঙড়ের পরিস্থিতি বিশেষ বদলায়নি ।
ভাঙড় 1 নম্বর পঞ্চায়েতের সহ-সভাপতি এমএম শফি আহমেদ ওরফে শুভ'র অনুগামীদের বিরুদ্ধে পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে । পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মারধর করা হয়েছে বলে অভিযোগ । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । আহত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । ঘটনায় দু'জন তৃণমূল কর্মীকে আটক করেছে ভাঙড় থানার পুলিশ ।