পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন জলপাইগুড়ি পৌরসভার অপসারণ চেয়ে ধরনায় কংগ্রেস কাউন্সিলর - Jalpaiguri municipality

Jalpaiguri municipality: মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীনই জলপাইগুড়ি পৌরসভার অপসারণ চেয়ে ধরনায় বসলেন কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি । তিনি পৌরপ্রধানের পদত্যাগ দাবি করেছেন ৷

ETV BHARAT
ধরনায় কংগ্রেস কাউন্সিলর (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 7:21 PM IST

জলপাইগুড়ি, 24 জুন:পৌরপরিষেবা নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীনই জলপাইগুড়ি পৌরসভার অপসারণ চেয়ে ধরনায় বসলেন কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি । তাঁর অভিযোগ, শহরের উন্নয়নে কোনও কাজই করছেন না পৌরপ্রধান । পৌরসভার চেয়ারম্যানকে প্রোমোটার আর ঠিকাদারদের চেয়ারম্যান বলে কটাক্ষ করেছেন তিনি ৷

পৌরসভার 24নং ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সির অভিযোগ, কোনও কাউন্সিলর পৌরসভার বিরুদ্ধে কথা বললেই তাঁর ওয়ার্ডে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে । 24 নম্বর ওয়ার্ডের প্রতি তীব্র বঞ্চনা ও অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী কাউন্সিলর । পৌরসভার দুর্নীতি, পৌর প্রধানের বিরুদ্ধে অকর্মণ্যতার অভিযোগ এনেছেন তিনি ৷ অবিলম্বে পৌরপ্রধানের পদত্যাগের দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভে বসেন অম্লান-সহ তাঁর অনুগামীরা । 24 থেকে 28 জুন পর্যন্ত কদমতলা মোড়ে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানালেন 24 নং ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি ।

অম্লানের অভিযোগ, পৌরসভার চেয়ারম্যান কোনও কাজই করেন না । প্রতিশ্রুতি মতো শহরের নাগরিককে কোনও পরিষেবাই দিচ্ছেন না । অমৃত জল প্রকল্পের কাজ শেষ হল না । এই প্রকল্পের জন্য রাস্তা খুঁড়ে পাইপলাইন পাতা হলেও রাস্তা সংস্কার করা হয়নি । শুধু তাই নয়, অমৃত প্রকল্পের জলের পাইপলাইন বসানোর জেরে একাধিক রাস্তায় গর্ত করা হয়েছিল । সেই রাস্তা সংস্কারের জন্য এক কোটি 76 লক্ষ টাকা টেন্ডার হয়েছে । ঠিকাদার টাকা পেয়েছে কিন্তু রাস্তা সংস্কার হয়নি । সেই টাকা কোথায় গেল এটা সকলে বুঝতে পাচ্ছেন ।"

কংগ্রেস কাউন্সিলরের আরও অভিযোগ, "পৌরভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি । শহরের রাস্তাঘাট বেহাল, রবীন্দ্রভবনের সামনে নতুন করলা সেতু আজও চালু হল না, হকার্স কর্নার হয়নি, পার্কিং জোন হয়নি । উলটে পৌরসভার সিন্ডিকেট রাজ চলছে ।

অম্লানের দাবি, "পৌরসভার দুর্নীতি নিয়ে গঠনমূলক সমালোচনা যদি কেউ করে তাহলে সেটা অম্লান মুন্সি । এই কারণে 24 নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজকে থমকে দিয়েছেন পৌরপ্রধান । এই পরিস্থিতিতে আমার কণ্ঠ বন্ধ করা যাবে না । এই কারণে পৌরপ্রধানের পদত্যাগ চেয়ে আজ থেকে অবস্থান বিক্ষোভ চলবে । তারপরেও কাজ না-হলে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসব পৌরপ্রধানের পদত্যাগ চেয়ে । দুর্নীতির তদন্ত করার দাবি জানিয়েছি জেলাশাসকের কাছে । আমাদের সকলের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, তিনি যেন পৌরসভার দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দেন । আমি নিজেই দুর্নীতির প্রমাণ দেব । যদি না দিতে পারি, কাউন্সিলরের পদ থেকে পদত্যাগ করব এই ঘোষণা করছি ।"

এদিকে জলপাইগুড়ি পৌরসভার 15 নং ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় এবিষয়ে বলেন, "রাজনীতি করতে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অবস্থান করছেন । তাঁর অভিযোগ থাকতেই পারে । সেগুলো পৌরসভার প্রতিমাসের সভায় তিনি তুলে ধরতে পারেন । কিন্তু সেখানে তিনি বলার সাহস পান না । তবে শাসকদলের কাউন্সিলরদের অভিযোগ রয়েছে, সেগুলো সভায় তুলে ধরা হবে ৷"

এদিকে এবিষয়ে প্রতিক্রিয়া পেতে পৌরপ্রধান পাপিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details