পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রী - JYOTI BASU RESEARCH CENTRE

আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 15তম মৃত্যুদিবস ৷ নিউটাউনে জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের আজ উদ্বোধন ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

JBCSSR
জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 8:36 AM IST

কলকাতা, 17 জানুয়ারি: শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 15তম মৃত্যুদিবস । তাঁর স্মরণে তৈরি জ্যোতি বসু সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর নিজস্ব ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন আজ সকাল 10 টায় । বৃহস্পতিবারই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিতি থাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন বিমান বসু । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে । যদিও এর মধ্যে কোন রাজনৈতিক বিষয় দেখছে না সিপিএম।

এ বিষয়ে রিসার্চ সেন্টারের সম্পাদক সিপিএম নেতা রবীন দেব বলেন,"প্রাক্তন মুখ্যমন্ত্রী স্মরণে তৈরি রিসার্চ সেন্টারের উদ্বোধনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল । গবেষণাকেন্দ্রের সভাপতি বিমান বসুর আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন । কিন্তু মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে তিনি থাকতে পারবেন না ।"

আজ নিউটাউনে জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধন (নিজস্ব চিত্র)

আজ নিউটাউনে জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধন করবেন সিপিএমের পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাত । থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । একই সঙ্গে সেন্টারের গ্রন্থাগার ও প্রদর্শনী কক্ষেরও উদ্বোধন হবে আজ । এই উপলক্ষে সভায় বক্তব্য রাখবেন প্রকাশ কারাত, বিমান বসু, মহম্মদ সেলিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ৷

এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দিনদুয়েক আগে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল । সে সময় মমতাকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিমান বসুকে প্রশ্ন করা হলে, তার কোন সরাসরি ব্যাখ্যা দেননি তিনি । পরে দলীয় সূত্রে জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে । কিন্তু মুখ্যমন্ত্রী দফতর থেকে চিঠি পাঠিয়ে বিমান বসুকে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারছেন না । এরপরেই বিতর্ক শুরু হয় । কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়নি । এ বিষয়ে সিপিএম নেতৃত্বের বক্তব্য ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা সিপিএম পার্টির তরফে আয়োজন করা হয়েছিল । এ কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়নি । কিন্তু জ্যোতি বসু রিসার্চ সেন্টারটি পৃথক সংস্থা ।

জ্যোতি বসু সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ (নিজস্ব চিত্র)

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে এরকম সেন্টারে উদ্বোধনে অনুষ্ঠানিকভাবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে কোন বিতর্ক নেই । জ্যোতি বসু রিসার্চ সেন্টারের সম্পাদক রবিন দেবের গলায় সে কথায় শোনা গেল । তিনি বলেন,"এর মধ্যে কোন রাজনৈতিক বিতর্ক নেই । রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল । তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন ।"

ABOUT THE AUTHOR

...view details