কলকাতা, 17 জানুয়ারি: ছুটির দিনে পরিষেবা ব্যাহত হতে চলেছে গ্রিন লাইনে ৷ শুক্রবার কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ, 19 জানুয়ারি গ্রিন লাইনে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা । গ্রিন লাইন 1 ও গ্রিন লাইন 2-কে এক বিন্দুতে নিয়ে আসার জন্য কমিউনিকেশনস বেস্ট ট্রেন কন্ট্রোল সিগন্যালিং ব্যবস্থা করা হবে সেই কারণেই বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷
আগেই যেমনটা জানানো হয়েছিল কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে যে গ্রিন লাইনে সিগন্যালিং ব্যবস্থার কাজ এবং মহড়া শুরু হবে দ্রুত । সেই মতো আগামী রবিবার হবে প্রথম পর্যায়ের কাজ । আর এই কাজ করতে বন্ধ রাখা হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর গোটা গ্রিন লাইনের মেট্রো পরিষেবা ।
শেষ হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের মাঝের অংশের কাজ । ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের যে অংশের কাজের জন্য নির্মাণকারী সংস্থা কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) কে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে সেই অংশের কাজ দীর্ঘ পাঁচ বছর পর শেষ হয়েছে । এবার গোটা অংশ অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থা থেকে শুরু করে বাকি পরীক্ষা নিরীক্ষা হওয়ার কাজ শুরু হবে ।
যেহেতু আপাতত শুধুমাত্র রবিবার সম্পূর্ণ বন্ধ থাকছে গ্রিন লাইনের পরিষেবা তাই যাত্রীদের মাথাব্যথার কোনও কারণ নেই । তাই পরের বিজ্ঞপ্তি না প্রকাশ করা পর্যন্ত আবারও 20 জানুয়ারি থেকে স্বাভাবিক সময়সূচি মেনেই গ্রিন লাইন 1 ও গ্রিন লাইন 2 তে চলাচল করবে মেট্রো ।
রবিবার গ্রিন লাইনে বন্ধ থাকবে পরিষেবা, জানাল মেট্রো কর্তৃপক্ষ - KOLKATA METRO GREEN LINE
গ্রিন লাইনে পরিষেবা বন্ধের ঘোষণা ৷ বাইরে বেরোনোর আগে জেনে নিন বিস্তারিত ৷ কী কারণে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত, জানাল কলকাতা মেট্রো ৷
Published : Jan 17, 2025, 10:11 PM IST
কলকাতা, 17 জানুয়ারি: ছুটির দিনে পরিষেবা ব্যাহত হতে চলেছে গ্রিন লাইনে ৷ শুক্রবার কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ, 19 জানুয়ারি গ্রিন লাইনে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা । গ্রিন লাইন 1 ও গ্রিন লাইন 2-কে এক বিন্দুতে নিয়ে আসার জন্য কমিউনিকেশনস বেস্ট ট্রেন কন্ট্রোল সিগন্যালিং ব্যবস্থা করা হবে সেই কারণেই বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷
আগেই যেমনটা জানানো হয়েছিল কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে যে গ্রিন লাইনে সিগন্যালিং ব্যবস্থার কাজ এবং মহড়া শুরু হবে দ্রুত । সেই মতো আগামী রবিবার হবে প্রথম পর্যায়ের কাজ । আর এই কাজ করতে বন্ধ রাখা হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর গোটা গ্রিন লাইনের মেট্রো পরিষেবা ।
শেষ হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের মাঝের অংশের কাজ । ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের যে অংশের কাজের জন্য নির্মাণকারী সংস্থা কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) কে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে সেই অংশের কাজ দীর্ঘ পাঁচ বছর পর শেষ হয়েছে । এবার গোটা অংশ অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থা থেকে শুরু করে বাকি পরীক্ষা নিরীক্ষা হওয়ার কাজ শুরু হবে ।
যেহেতু আপাতত শুধুমাত্র রবিবার সম্পূর্ণ বন্ধ থাকছে গ্রিন লাইনের পরিষেবা তাই যাত্রীদের মাথাব্যথার কোনও কারণ নেই । তাই পরের বিজ্ঞপ্তি না প্রকাশ করা পর্যন্ত আবারও 20 জানুয়ারি থেকে স্বাভাবিক সময়সূচি মেনেই গ্রিন লাইন 1 ও গ্রিন লাইন 2 তে চলাচল করবে মেট্রো ।