হাওড়া, 19 সেপ্টেম্বর: গুলি চলল হাওড়ায় ! বেলুড়ে শাসকদলের যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । অল্পের জন্য রক্ষা পেয়েছেন হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র । যদিও গুলি চলার কথা স্বীকার করেনি পুলিশ ।
সূত্রের খবর, বুধবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন হাওড়া যুব তৃণমূল সভাপতি কৈলাশ মিশ্র । গাড়িতে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও । তৃণমূল নেতার অভিযোগ, জিটি রোডের কাছে তাঁর গাড়িতে সজোরে কিছু এসে লাগে । কৈলাশের দাবি, তাঁকে লক্ষ্য করে হয়তো গুলি চালানো হয়েছে ৷ যা তাঁর গাড়ির পিছনের কাচে আঘাত করে ৷ কাচ ভেঙে গেলেও গুলি গাড়ির ভিতরে প্রবেশ করেনি বলে দাবি করেন তিনি । তিনি ও তাঁর পরিবার অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে জানান তৃণমূল নেতা ৷
গোটা ঘটনায় বেলুড় থানায় অভিযোগ দায়ের হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । তবে গুলি চালানোর সত্যতা স্বীকার করা হয়নি পুলিশের পক্ষ থেকে । তৃণমূল নেতার আরও অভিযোগ, পরিকল্পিতভাবেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে । তাঁকে হত্যা করতেই এই হামলা বলে অভিযোগ তাঁর । গাড়িতে তাঁর নিরাপত্তারক্ষী ও পরিবার ছিল । কেউই আহত না-হলেও সবাই ব্যাপক আতঙ্কিত বলে জানান তৃণমূল নেতা । রাতের অন্ধকারে যারা হামলা চালিয়েছে, তাদের মুখ দেখা যায়নি বলে তিনি জানিয়েছেন ।
অভিযোগ দায়ের তৃণমূল নেতার (নিজস্ব চিত্র) ঘটনা প্রসঙ্গে কৈলাশ বলেন, "আমরা গতকাল পুজো দিয়ে ফিরছিলাম । গাড়ির ভিতরে তিন বছরের মেয়ে ও গোটা পরিবার ছিল । আচমকা মাঝ রাস্তায় হঠাৎ কিছু একটা এসে লাগল । আমার অনুমান গুলি চলেছে । গাড়িতেও সেই দাগ আছে । পুলিশকে বলেছি তদন্ত করতে । তবে অ্যাকশন তো নেওয়া হবেই । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও ফোন এসেছিল । খোঁজ নেওয়া হয়েছে । যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাড় পাবে না ।"
গতকাল রাতেই হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা । এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ । হামলার নেপথ্যে কারা, কী কারণে হামলা চালানো হল, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।