পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেওয়াল তুমি কার! দখল নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ; পলাতক মালিক - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Conflict for Wall Writing: কারা দেওয়াল লিখবে তাই নিয়ে বিবাদে জড়াল তৃণমূল ও বিজেপি ৷ ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন দেওয়ালের মালিক ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ ৷

Conflict for Wall Writing , দেওয়াল লিখনকে কেন্দ্র করে ঝামেলা
দেওয়াল তুমি কার

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 1:30 PM IST

Updated : Apr 2, 2024, 3:12 PM IST

দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ

দুর্গাপুর, 2 এপ্রিল:দেওয়াল কে লিখবে তাকে কেন্দ্র করে বিতর্ক ৷ যা নিয়ে তুমুল সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে ৷ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোড এলাকায় । এই ওয়ার্ডেরই একটি দেওয়াল দখলকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই দেওয়ালে লেখার জন্য তারা আগে মালিকের কাছ থেকে অনুমোদন নিয়েছিল। বিজেপির পালটা দাবি, দেওয়ালটির অনুমোদন তাদের হাতে রয়েছে । এই বিবাদকে ঘিরেই সোমবার দুপুরে দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে । তা থামাতেই ছুটে আসতে হয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে । শেষমেষ নির্বাচন কমিশনের লোকেরা এসে ওই বিতর্কিত দেওয়ালে চুন দিয়ে আপাতত সব লেখা মুছে দিয়ে নিজেদের দখলে নিয়েছে । এদিকে দেওয়ালের মালিক রাজনৈতিক দ্বন্দ্বে পড়তে নারাজ ৷ তাই তিনি চম্পট দিয়েছেন ৷

দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পুরপিতা পল্লব নাগের অভিযোগ, "এই দেওয়ালটি আমরা অনেকদিন আগেই সাদা চুন দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিন্তু বিজেপির পারিজাত গঙ্গোপাধ্যায় এবং অশোক কুন্ডুদের উসকানিতে এই দেওয়ালে বিজেপি নিজেদের প্রার্থীর নাম ও প্রতীক আঁকতে এলে তৃণমূল কর্মীরা বাধা দেয়। আমাদের ছেলেদেরকে বিজেপির কয়েকজন মহিলা নেত্রী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলে উত্তেজনা সৃষ্টি হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ।"

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায়ের শক্ত হাতে সামাল দেওয়ার কারণে বড়সড় সংঘর্ষের ঘটনা ঘটেনি। অন্যদিকে বিজেপির 1 নম্বর মণ্ডলের সভাপতির বিকাশ সিংহের অভিযোগ, "এই দেওয়ালে লিখতে অনেক আগেই বিজেপির পক্ষ থেকে আমরা অনুমতি নিয়েছিলাম । আমাদেরকে লিখতে বাধা দেওয়া হল । আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে ।"

এদিকে বিষয়টি নিয়ে দু'পক্ষই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নির্বাচন কমিশনের কর্মীরা । ওই বিতর্কিত দেওয়ালে চুন দিয়ে সমস্ত কিছু মুছে দেওয়া হয় ৷

আরও পড়ুন :

  1. রাস্তা না থাকায় ভোট বয়কট, পঞ্চায়েতের মুখে লোধা শবরদের গ্রামের দেওয়ালে শুধুই রঙিন চিত্র
  2. দেওয়াল কার দখলে, তৃণমূল ও বিজেপির ঠান্ডা লড়াই
  3. দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, ভোটের আগে অশান্ত ভাঙড়
Last Updated : Apr 2, 2024, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details