দুর্গাপুর, 2 এপ্রিল:দেওয়াল কে লিখবে তাকে কেন্দ্র করে বিতর্ক ৷ যা নিয়ে তুমুল সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে ৷ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোড এলাকায় । এই ওয়ার্ডেরই একটি দেওয়াল দখলকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই দেওয়ালে লেখার জন্য তারা আগে মালিকের কাছ থেকে অনুমোদন নিয়েছিল। বিজেপির পালটা দাবি, দেওয়ালটির অনুমোদন তাদের হাতে রয়েছে । এই বিবাদকে ঘিরেই সোমবার দুপুরে দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে । তা থামাতেই ছুটে আসতে হয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে । শেষমেষ নির্বাচন কমিশনের লোকেরা এসে ওই বিতর্কিত দেওয়ালে চুন দিয়ে আপাতত সব লেখা মুছে দিয়ে নিজেদের দখলে নিয়েছে । এদিকে দেওয়ালের মালিক রাজনৈতিক দ্বন্দ্বে পড়তে নারাজ ৷ তাই তিনি চম্পট দিয়েছেন ৷
দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পুরপিতা পল্লব নাগের অভিযোগ, "এই দেওয়ালটি আমরা অনেকদিন আগেই সাদা চুন দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিন্তু বিজেপির পারিজাত গঙ্গোপাধ্যায় এবং অশোক কুন্ডুদের উসকানিতে এই দেওয়ালে বিজেপি নিজেদের প্রার্থীর নাম ও প্রতীক আঁকতে এলে তৃণমূল কর্মীরা বাধা দেয়। আমাদের ছেলেদেরকে বিজেপির কয়েকজন মহিলা নেত্রী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলে উত্তেজনা সৃষ্টি হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ।"