কলকাতা, 9 অগস্ট:বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন মহম্মদ ইউনুস ৷ বৃহস্পতিবারই বঙ্গভবনে শপথ নিয়েছেন তিনি ৷ এরপর শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বাংলাদেশের সঙ্গে সম্পর্কে উন্নতির আশা, ইউনুসকে শুভেচ্ছা জানালেন মমতা - Mamata Congratulates Yunus
Muhammad Yunus Takes Oath: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷ এরপরই তাঁকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পাশাপাশি তিনি চান, দ্রুত বাংলাদেশের হিংসার অবসান হোক ৷
Published : Aug 9, 2024, 5:24 PM IST
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে জানিয়েছেন, প্রতিবেশী দেশে বর্তমান যে অস্থিরতা এবং সংকট দেখা দিয়েছে তার অবসান হবে ৷ শীঘ্রই শান্তি পুনরুদ্ধার করা হবে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "অধ্যাপক মহম্মদ ইউনুস এবং বাংলাদেশে যাঁরা দায়িত্ব নিয়েছেন তাঁদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে ৷" তিনি আরও বলেন, "আমি বাংলাদেশের উন্নয়ন, শান্তি, অগ্রগতি এবং সর্বস্তরের মানুষের উন্নতি কামনা করছি। সেখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক ও নারী সবার জন্য আমার শুভকামনা।"
এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগ করেছেন, "আশা করি, সংকট শীঘ্রই শেষ হবে এবং শান্তি ফিরে আসবে সে দেশে। আপনার এবং আমার ভালবাসার এই পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আমাদের প্রতিবেশী দেশ যদি ভাল করে, আমরাও ভাল করব ৷" প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সে দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন 84 বছর বয়সি নোবেনজয়ী মহম্মদ ইউনুস ৷ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি ৷ আর তাঁকেই প্রথম পছন্দ ছিল আন্দোলনকারী ছাত্রদের ৷ আর ছাত্রদের দাবি মেনেই কার্যত ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, মুখ্য উপদেষ্টা ইউনুসের মন্ত্রিসভায় তিনজন ছাত্র নেতাকও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ ইউনুস নিজের হাতে রেখেছেন 27টি মন্ত্রকের দায়িত্ব ৷