পশ্চিমবঙ্গ

west bengal

শ্লীলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে, তোপ শশীর - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 10:57 PM IST

Updated : May 20, 2024, 6:52 AM IST

Shashi Panja Slams Central Force: ভোটের ঠিক আগের দিন উলুবেড়িয়ায় চাঞ্চল্য ৷ এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ঘটনায় বিজেপিকে তোপ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার ৷

Shashi Panja on Central Force
ভোটের ঠিক আগের দিন উলুবেড়িয়ায় চাঞ্চল্য (শশী পাঁজার এক্স হ্যান্ডেল)

উলুবেড়িয়া, 19 মে: রাত পোহালেই সোমবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার ভোট ৷ তারমধ্যেই হাওড়ার উলুবেড়িয়াতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ ৷ রবিবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে শাসক দল।

নির্যাতিতার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাঁর শ্লীলতাহানি করেছেন। কেন্দ্রীয় বাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ওই সংশ্লিষ্ট কর্মীকে অপসারণ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে। মহিলার পরিচয় গোপন রাখা হয়েছে। এই বিষয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ৷ তাঁর দাবি, উলুবেড়িয়ায় যা হয়েছে তাকে কোনও বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা ঠিক নয় ৷ তিনি মনে করেন, বিজেপি জানে বাংলায় তৃণমূলের শক্তি মহিলারা ৷ তাঁদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতেন ৷ আর তাই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সেই মহিলাদেরই ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ মন্ত্রীর ৷

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগ উঠেছে ৷ সাম্প্রতিককালে এ নিয়ে বিতর্কও কম হয়নি ৷ গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে বেশ কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল ৷ সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর ৷ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করে নবান্ন ৷ পরে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন দেবাশিস ৷ এছাড়া 2019 সালের লোকসভা ভোটে হাওড়ায় খোদ তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷

আরও পড়ুন

  1. ধূপগুড়িতে পুলিশ জনতা সংঘর্ষে গ্রেফতার 21, এলাকায় কেন্দ্রীয় বাহিনী
  2. সীমান্তে পাচারের অভিযোগে ধৃত সিপিএম নেতা, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকা
  3. হুগলিতে ‘নায়িকা সংবাদ’, ব্যারাকপুরে ‘মহাভারত’; পঞ্চম দফায় রাজ্যে জমজমাট ব্যালটের লড়াই
Last Updated : May 20, 2024, 6:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details