পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

29টি ইট ভাটার মালিকের বয়ান রেকর্ড সিবিআই'য়ের, শাহজাহানের বিরুদ্ধে নয়া তদন্তে সিবিআই - Sheikh Sahajahan - SHEIKH SAHAJAHAN

Sheikh Sahajahan: 29টি ইটভাটার মালিকের সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড করল সিবিআই ৷ শেখ শাহাজাহানের বিরুদ্ধে ফের নয়া অভিযোগের তদন্তে নামতে চায় সিবিআই ৷

Sheikh Sahajahan
শাহাজাহানের বিরুদ্ধে নতুন তদন্তে সিবিআই (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 5:18 PM IST

কলকাতা, 10 জুন: সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি আত্মসাৎ থেকে শুরু করে নারী নির্যাতন, একাধিক অভিযোগ সামনে এসেছিল। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে কয়লা পাচার এবং সন্দেশখালি ন্যাজাট এলাকায় 29টি ইটভাটার মালিকদের নিয়ন্ত্রণ করার নতুন অভিযোগ সামনে এসেছে। কিন্তু কীভাবে ইটভাটার মালিকদের শাহজাহান নিয়ন্ত্রণ করত ?

তদন্তে নেমে সিবিআই সন্দেশখালি বেড়মজুরে গিয়ে জানতে পেরেছে, ওই এলাকায় 29টি ইট ভাটা বেআইনিভাবে নিয়ন্ত্রণ রেখেছিল আলমগীর অনুগামীরা। জানা গিয়েছে, এলাকায় স্বাধীনভাবে ইট ভাটা চালানোর জন্য বেশ বড় অঙ্কের একটি কর বা ট্যাক্স দিতে হত শেখ শাহজাহানের অনুগামীদের। ইতিমধ্যেই সিবিআই-এর গোয়েন্দারা এলাকায় গিয়ে একাধিক ইট ভাটার মালিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, দিনের পর দিন শেখ শাহজাহান এবং তার ভাইয়েদের অত্যাচার বেড়েই চলেছিল। অত্যাচারের সঙ্গে বাড়ছিল বেআইনিভাবে টাকা নেওয়া। ফলে সিবিআইয়ের দাবি, এই করের বোঝা এবং অত্যাচার সহ্য করতে না পেরে নাকি বেশ কয়েকজন ইটভাটার মালিক নিজেদের ভাটা বিক্রিও করতে বাধ্য হয়েছিলেন।

এছাড়াও সিবিআইয়ের অভিযোগ, বেশ কয়েকজন ইটভাটার মালিক এই বিষয় পুলিশের দ্বারস্থও হয়েছিলেন। যার জেরে তাদের উপর শেখ শাহাজাহানের অনুগামীদের অত্যাচার আরও বেড়ে গিয়েছিল ৷ সিবিআইয়ের গোয়েন্দারা দাবি করছেন, বেশ কয়েকজন ইট ভাটার মালিক নিজেদের ইট ভাড়া বিক্রিও করতে পারেনি তাদের অত্যাচারের ফলে। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে একাধিকবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে গিয়েছে সিবিআই। গোয়েন্দারা এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে ইট ভাটার মালিকদের হুমকি দেওয়ার নতুন অভিযোগ দায়ের করতে চলেছে। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে ওই 29টি ইটভাটার মালিকদের সঙ্গে। ইট ভাটার মালিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে তাদের বয়ান রেকর্ড করে শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে তদন্তে নামবেন।

ইতিমধ্যেই তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারির পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে জানতে পারেন তদন্তকারীরা ৷ পরে তাকেও গ্রেফতার করা হয়। দীর্ঘসূত্রিতার পর সিআইডি শাহজাহানকে গ্রেফতার করে। পরে সিআইডি'র হাত থেকে শেখ শাহাজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।

ABOUT THE AUTHOR

...view details