পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্ন অভিযানের ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ককে রক্ষাকবচ হাইকোর্টের - Nabanna Abhijan - NABANNA ABHIJAN

Calcutta High Court: নবান্ন অভিযানের ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেছেন, পরবর্তী শুনানি পর্যন্ত ভাস্কর ঘোষকে গ্রেফতার করা যাবে না ৷

ETV BHARAT
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 2:17 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর:নবান্ন অভিযানেরঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না ৷ তারও আগে তাঁর বিরুদ্ধে পুলিশ একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করে বলে অভিযোগ উঠেছে ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে যেনবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে একাধিক অভিযোগ আনা হয় ভাস্কর ঘোষের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করে পুলিশ ৷ সেই মামলারই শুনানিতে আজ তাঁকে রক্ষাকবচ দিয়েছে আদালত ৷

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এদিন বলেন, ভাস্কর ঘোষ একজন স্কুল শিক্ষক । তিনি এর আগে বহু আন্দোলনে যোগ দিয়েছেন । নবান্ন অভিযান ঘিরে ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরের ভিত্তিতে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ । বিচারপতি পুলিশকে জানিয়ে দেন যে, আপাতত গ্রেফতারির মতো কোনও পদক্ষেপ করা যাবে না ভাস্কর ঘোষের বিরুদ্ধে ৷

রাজ্য পুলিশের পালটা যুক্তি ছিল, "নবান্ন অভিযানের দিন পুলিশকর্মী-সহ 19 জন জখম হয়েছেন । তাহলে তাঁদের বিচার পাওয়ার অধিকার নেই ? অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনও দায়িত্ব থাকবে না ? ভাস্কর ঘোষ নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক । এই অশান্তির অন্যতম চক্রান্তকারী ভাস্কর ঘোষ । ফলে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে ।"

তবে তাঁর দাবি মানতে চাননি বিচারপতি ৷ তিনি বলেন, আগামী 6 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি । আপাতত নবান্ন অভিযান সংক্রান্ত তিনটি এফআইআরের ভিত্তিতে ভাস্কর ঘোষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ । 6 নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে । এই সময়ের মধ্যে সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ।

ABOUT THE AUTHOR

...view details