কলকাতা, 9 এপ্রিল:বাম আমলের প্রাথমিকের 400 জন প্রার্থীকে চাকরি দিতে হবে তিন মাসের মধ্যে ৷ মঙ্গলবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল । ক্ষমতায় আসার পর নতুন সরকার বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় । তারা নতুন প্যানেল প্রকাশ করে । সেই প্যানেলকে চ্যালেঞ্জ করে একের পর এক মামলা দায়ের হয় হাইকোর্টে । এতদিন ঝুলেছিল প্রার্থীদের ভবিষ্যৎ ।
এদিন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যত মামলা দায়ের হয়েছে, সকলকে চাকরি দিতে হবে । তিন মাসের মধ্যে মামলাকারীদের সকলকে চাকরি দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি । হাওড়ার জেলা স্কুল পরিদর্শককে ওই চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
2009 সালে প্রাথমিকে 1,826 জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তৎকালীন বাম সরকার । 2010 সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় । পরের বছর অর্থাৎ, 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল । নতুন সরকার বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় । তারা নতুন প্যানেল প্রকাশ করে । ওই প্যানেলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে । পরে সুপ্রিম কোর্টেও ওই মামলা গিয়েছে । সুপ্রিম কোর্ট তৃণমূল সরকারের পক্ষে রায় দেয় । তবে শীর্ষ আদালত জানায়, বাম আমলের আবেদনকারী (যাঁরা বাম আমলে চাকরির আবেদন করেছিলেন) তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে । নতুন কোনও চাকরিপ্রার্থীর আবেদন ওই প্যানেলের ক্ষেত্রে গণ্য হবে না । আদালতের নির্দেশের পরে ওই প্যানেল নিয়েই 2014 সালে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য ।