কলকাতা, 23 অগস্ট: 2017 ও 2022 সালের টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞকে নিয়ে এই কমিটি গঠন করেছে বিচারপতি হরীশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ।
আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ভিডিয়ো) আদালতের নির্দেশ, বাংলা, ইংরেজি ও চাইল্ড সাইকোলজি-সহ অন্যান্য বিষয়ের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞদের মতামত নেবে কমিটি । এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্নপত্র খতিয়ে দেখবে । 14 দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে হাইকোর্ট ।
উল্লেখ্য, 2017 ও 2022 সালে টেটের প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । অভিযোগ, 2017 সালের টেটে 23টি প্রশ্ন ভুল ছিল । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ কমিটি গড়ে সেই অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা । একইভাবে 2022 সালের টেটে 24টি প্রশ্ন ভুলের অভিযোগ সংক্রান্ত মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা । দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ । সেই মামলার নির্দেশেই এদিন ডিভিশন বেঞ্চ তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে ।
গত 24 এপ্রিল 2017 সালের টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এবং 25 এপ্রিল 2022 সালের টেটের প্রশ্ন ভুল যাচাই করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা চেয়েছিল কলকাতা হাইকোর্ট । 2017 সালের 23টি আর 2022 সালের 24টি প্রশ্নের উত্তর নতুন করে যাচাই করতে যাদবপুর ও বিশ্বভারতীর উপাচার্যকে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ।