পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করের প্রতিবাদে 'সোনাগাছি' মন্তব্য, প্রাক্তন আইপিএস-কে সুরক্ষাকবচ দিল না হাইকোর্ট - Calcutta High Court

Calcutta High Court: আরজি করের ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে 'সোনাগাছি' প্রসঙ্গ তুলে আনায়, মহিলাদের অসম্মান করার অভিযোগ উঠেছে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের বিরুদ্ধে ৷ এই মামলায় আপাতত তাঁকে সুরক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
প্রাক্তন আইপিএস-কে সুরক্ষাকবচ দিল না হাইকোর্ট (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 1:26 PM IST

কলকাতা, 3 অক্টোবর:প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন সংক্রান্ত মামলায় দু'পক্ষেরই হলফনামা তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । তবে এখনই তাঁকে কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া হচ্ছে না বলে সাফ জানিয়ে দিল আদালত ৷

পঙ্কজ দত্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মহিলাদের সম্পর্কে অসম্মানজনক কথা বলেছেন ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক সভায় গিয়ে প্রাক্তন আইপিএস বলেন, "আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে । সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত ।" রাজ্যের অন্যান্য জায়গাতেও মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।

তার পরই তাঁর বিরুদ্ধে বটতলা থানায় এফআইআর দায়ের করা হয় । সেই ঘটনাতেই তাঁর গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি । গ্রেফতারি এড়াতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, পঙ্কর দত্তের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা জামিনযোগ্য ।

এদিন পঙ্কজ দত্তের তরফে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় তাঁর মক্কেলকে গ্রেফতারি থেকে সুরক্ষাকবচ দেওয়ার জন্য বিচারপতির কাছে আবেদন জানান ৷ কিন্তু সেই আবেদন বাতিল করে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । আগামী 18 নভেম্বর ফের শুনানি হবে এই মামলার ।

এদিনের শুনানিতে আরজি করের প্রতিবাদে সভায় পঙ্কজ দত্তের বক্তব্যের বাংলা তর্জমা পড়ে শোনান আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ৷ তিনি পড়েন, '.....এটা সোনাগাছিতে হলে আমরা বুঝতাম ।'

এটা শুনে বিচারপতির প্রশ্ন, "এটা তিনি কী করে বলেন ? এটা কোনও উদাহরণ হতে পারে না । আমি, আপনি যে যেখানে থাকি, সেই জায়গাগুলো কি নিরাপদ ? বলতে পারবেন ? তাহলে হঠাৎ ওই জায়গাকে উদাহরণ মনে হল কেন? এর থেকে অসম্মান করার জন্য আর কী লাগবে ? যেখানে অসহায় মহিলারা থাকেন, সেই জায়গা কেন মনে হল উদাহরণ হিসেবে ।"

তখন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, মহিলাদের অসম্মান করা উদ্দেশ্য ছিল না তাঁর মক্কেলের । একটা নিরাপদ ও নিরাপত্তাহীন জায়গার দৃষ্টান্ত হিসেবে নামটা বলা হয়েছে । এখানে একজন কোনও মহিলার উদ্দেশে কিছু বলা হয়নি । একথা শুনে বিচারপতি বলেন, "তাহলে হঠাৎ রাজ্যের এত জায়গা থাকতে ওই জায়গার নাম মনে পড়ল কেন ? এত জায়গা থাকতে ওই জায়গাই নিরাপত্তাহীন এটা মনে হওয়ার কারণ কী ? কীভাবে কী ভেবে বলেছেন সেটা বড় কথা নয়, এখানে যে ভাবে বলা হয়েছে, সেটাই যথেষ্ট ওই মহিলাদের অসম্মান করার জন্য ।"

ABOUT THE AUTHOR

...view details