পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢোকায় নিষেধাজ্ঞা কেন ! শুভেন্দুর মামলায় হলফনামা তলব হাইকোর্টের - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢোকার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই মামলায় বিধানসভার অধ্যক্ষ ও বিধানসভার সচিবের হলফনামা তলব করলেন বিচারপতি শম্পা সরকার ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 10:32 AM IST

কলকাতা, 14 অগস্ট: বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢোকায় নিষেধাজ্ঞা কেন ? বিধানসভার অধ্যক্ষ ও বিধানসভার সচিবের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট । যদি বিধানসভায় রাজ্য পুলিশ ঢুকতে পারে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢুকতে বাধা কোথায় ? কেন একই জায়গায় দু'ধরনের নিয়ম বলবৎ করা হয়েছে, তা জানাতে হবে এই হলফনামায় । মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ৷

বিধানসভা অধ্যক্ষ ও সচিবের জারি করা নির্দেশিকায় বলা রয়েছে, বিধানসভায় বিধায়কদের সঙ্গে রাজ্য পুলিশ ঢুকতে পারবে ৷ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে ৷ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ । সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার ৷ শুনানিতে বিধানসভার অধ্যক্ষ ও বিধানসভা সচিবের কাছে এই হলফনামা তলব করেছে আদালত । 12 সেপ্টেম্বরের মধ্যে এই হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে । 12 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

বিধানসভায় বিধায়কদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢুকতে দিতে হবে । এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ ৷ ভারতীয় জনতা পার্টির যত জন বিধায়ক আছেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভায় প্রবেশের অনুমতি চাওয়া হয় এই মামলায় । কারণ সম্প্রতি বিরোধী দলনেতার উপর হামলার ঘটনা ঘটেছিল ৷ পরবর্তীকালে যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়, তার জন্যই আদালতের কাজে ওই আর্জি জানান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ।

উল্লেখ্য, কয়েকদিন আগে বিধানসভার অধিবেশন চলাকালীন নারী নির্যাতনের ঘটনা নিয়ে তুমুল হই-হট্টগোলের পর বেরিয়ে আসছিলেন বিজেপি বিধায়করা ৷ সে সময় মহিলা বিধায়করা বিধানসভার গেটে নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বাকি বিধায়করাও সেই বিক্ষোভে যোগ দেন ।

শুভেন্দু যখন বিধানসভার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করতে দেখা গিয়েছিল পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে । বিরোধী দলনেতার কাছে কিছু জানতে চান ওই তৃণমূল বিধায়ক । শুভেন্দুও তাঁর দিকে এগিয়ে যান । এরপর কিছুক্ষণ বাকবিতণ্ডাও চলে দু'জনের মধ্যে । সেই সময়ই তপন তাঁকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেন শুভেন্দু । এই ঘটনার প্রতিবাদে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা । তারপরেই বিজেপি বিধায়কদের নিরাপত্তার দাবিতে স্পিকারকে চিঠি দেন বিরোধী দলনেতা ।

ABOUT THE AUTHOR

...view details