পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ-সহ 5 জন - PARTHA CHATTERJEE

ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিনহা রায়ের পর্যবেক্ষণের সঙ্গে সহমত পোষণ তৃতীয় বেঞ্চের ৷ চার্জগঠনের অনুমতির বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা বিচারপতি তপব্রত চক্রবর্তীর ৷

PARTHA CHATTERJEE
এসএসসি’র সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 3:06 PM IST

Updated : Dec 24, 2024, 3:32 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ৷ ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিনহা রায়ের পর্যবেক্ষণের সঙ্গে সহমত পোষণ করলেন তিনি ৷ সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোককুমার সাহার জামিনের আবেদনও খারিজ করেছেন বিচারপতি ৷

সেই সঙ্গে বিচারপতির চক্রবর্তীর পর্যবেক্ষণ, "রাজ্য সরকার যদি এই আধিকারিকদের বিরুদ্ধে মামলায় নিম্ন আদালতে চার্জগঠন করার বিষয়ে অনুমতি দিত, তাহলে দ্রুত বিচারপর্ব শেষ করা যেত ৷ তাতে বঞ্চিতরা বিচার পেতে পারতেন ৷ কিন্তু, রাজ্য সরকার বছরের পর বছর অনুমতি দেয়নি ৷"

এ দিন রায় ঘোষণার সময় বিচারপতির মন্তব্য, "যোগ্যদের বঞ্চিত করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে ৷ যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের সুযোগ করে দিলে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে ৷" উল্লেখ্য়, গত 18 ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচজনের জামিনের আবেদনের শুনানি শেষ হয় ৷ তারপর বিচারপতি তপব্রত চক্রবর্তী রায়দান স্থগিত রাখেন ৷

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা,কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোককুমার সাহার জামিন আবেদনের মামলায় গত 20 নভেম্বর দ্বিমত পোষণ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা ৷ ফলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে পাঠিয়ে দেন শুনানির জন্য ৷

সিবিআই পার্থ-সহ পাঁচ জনের জামিনের বিরোধিতায় ফের প্রভাবশালী তত্ত্ব খাড়া করে ৷ আদালতে সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন, এই পাঁচ জন এতটাই প্রভাবশালী যে, জামিন মঞ্জুর হলে, সাক্ষীদের প্রভাবিত করা ও তথ্যপ্রমাণ নষ্ট পর্যন্ত করতে পারেন ৷ যার ফলে নিয়োগ দুর্নীতির তদন্ত থমকে যেতে পারে ৷

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি, গ্রুপ-সি এবং নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 2022 সালের 23 জুলাই ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পরে একে-একে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোককুমার সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷

উল্লেখ্য, এসএসসি-র নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলায় সুপ্রিম কোর্ট থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গিয়েছেন ৷ তবে, এ দিন সিবিআইয়ের মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়নি ৷ অন্যদিকে, প্রাথমিকের শিক্ষক নিয়োগেও সিবিআইয়ের মামলায় জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই মামলাটি সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে ৷

Last Updated : Dec 24, 2024, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details