পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ! সহমর্মিতায় মহানগরের মিছিলে অনুমতি হাইকোর্টের

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, মিছিল যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ হয় । 700 থেকে 1 হাজার সমর্থক রাখা যাবে । মিছিল হবে মঙ্গলবার 12টা থেকে 4টে পর্যন্ত।

Calcutta high Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 1:46 PM IST

কলকাতা, 12 নভেম্বর: বাংলাদেশে 'হিন্দুদের উপর অত্যাচারের' ঘটনায় সহমর্মিতা জানিয়ে মিছিলের আবেদন ৷ মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে এই মিছিল ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, মিছিলের রুট হবে রানি রাসমনি অ্যাভেনিউ, লেনিন সরণি, এজেসি বোস রোড, মল্লিকবাজার হয়ে বেকবাগান ক্রসিং পর্যন্ত । সেখান থেকে পাঁচজনের প্রতিনিধি যাবেন বাংলাদেশ হাইকমিশনে । বিচারপতির নির্দেশ, সংগঠকরা বেকবাগান ক্রসিং পর্যন্ত যাওয়ার পর কোনওরকম উস্কানিমূলক কথা যেন না বলা হয় সেখানে, যাতে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হয় ।

আদালত নির্দেশে আরও বলেছে, রাজ্যকে মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । পুলিশ বিবেচনা করে দেখবে রিজার্ভড ফোর্স প্রয়োজন কি না । কোনওরকম অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে । পরিস্থিতি খারাপ হলেই সঙ্গে সঙ্গে লাঠিচার্জ করে লোকজনদের হটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ । বিচারপতি ঘোষের নির্দেশ, মিছিল যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ হয় । মিছিলে 700 থেকে 1 হাজার সমর্থক রাখা যাবে । আজকেই মিছিল হবে বেলা 12টা থেকে 4টে পর্যন্ত ।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছে, তার প্রতি সহমর্মিতা জানিয়ে কলকাতা শহরে রানি রাসমণি অ্যাভেনিউ থেকে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিল করতে চেয়ে আবেদন করেছিল একটি অরাজনৈতিক সংগঠন । সেই মামলায় এ দিন রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "কর্মব্যস্ততার দিনে 3 হাজার লোকের মিছিল । রানি রাসমণি থেকে বাংলাদেশ হাইকমিশন এতটা দূর রাস্তায় মিছিলের অনুমতি দিলে রাস্তায় যানজট হবে ।"

সংগঠনের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "রাজ্যের শাসকদল বিভিন্ন জায়গায় ইচ্ছেমতো মিছিল মিটিং করছে । অন্য কেউ অনুমতি চাইতে গেলে পাওয়া যায় না । আমরা যত কম সংখ্যক লোক নিয়ে যাব । আমাদের হাইকমিশনের কাছাকাছি যেতে দেওয়া হোক । সেখান থেকে কয়েকজনের প্রতিনিধিকে হাইকমিশনে যেতে অনুমতি দিলেই হবে ।"

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিছিল নিয়ে বলেন, "3 হাজার লোককে অনুমতি দিলে রাস্তায় জ্যাম হবে । লোকের যাতায়াতে সমস্যা হবে । আপনারা গাড়িতে (ম্যাটাডোরে) করে পার্কসার্কাস ময়দান যান । সেখান থেকে একটা ডেলিগেশন বাংলাদেশ হাইকমিশনে যাক ।" সংগঠনের আইনজীবী ফের বলেন, "অন্তত 1 হাজার লোককে যেতে দেওয়া হোক । গাড়িতে করে গেলে একটি মিছিলের কোনও উদ্দেশ্য পূরণ হয় না ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রথমে প্রস্তাব দেন, 500-650 জন লোক নিয়ে কিড স্ট্রিট, লোয়ার সার্কুলার রোড, আপার পার্কস্ট্রিট হয়ে পার্কসার্কাস ময়দান গিয়ে জমায়েত করতে পারবেন সমর্থকরা । সেখান থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ হাইকমিশনে যেতে পারেন সংগঠনের সদস্যরা । পরে বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন, এই প্রস্তাবে রাজি কি না সেটা আদালতকে জানাতে হবে । অথবা তাদের ভাবনায় যদি কোনও বিকল্প রুট থাকে, সেটাও তারা আদালতকে জানাতে পারে । পরে সব পক্ষের আলোচনার ভিত্তিতে উপরিউক্ত রুটে মিছিলের অনুমতি দিয়েছে আদালত ।

উল্লেখ্য, বাংলাদেশের 'হিন্দুদের উপর অত্যাচারের' বিরুদ্ধে 12 নভেম্বর বিকেলে গোবর্ধন গিরি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে গোপাল অধিকারী সংগঠনের তরফে পদযাত্রা করার অনুমতি চাওয়া হয় । পদযাত্রা হবে রানি রাসমণি অ্যাভেনিউ থেকে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত । সেই পদযাত্রার অনুমতি পুলিশ না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গোবর্ধন গিরি চ্যারিটেবিল ট্রাস্ট । মামলা দায়েরের অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । এরপরেই এ দিন ওই মামলার শুনানি হল ৷ মিছিলের অনুমতি দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details