চারচাকার সঙ্গে বাসের সংঘর্ষে নিহত চার (নিজস্ব ভিডিয়ো) পূর্ব মেদিনীপুর, 16 মে: বাস ও চারচাকার সংঘর্ষে মারিশদায় মৃত্যু হল 4 জনের ৷ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত সকলেই পর্যটক ছিল বলে জানা গিয়েছে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়িটি সম্পূর্ণ দুমরে-মুচড়ে গিয়েছে ৷ থানায় নিয়ে এসে গ্যাস কাটার দিয়ে কেটে দেহগুলি বের করে পুলিশ ৷ কলকাতাগামী যাত্রীবাসের সঙ্গে সংঘর্ষ হওয়া চারচাকা গাড়িতে পর্যটকেরা দিঘার পথে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ পুলিশ সূত্রে খবর, নম্বর প্লেট অনুযায়ী নদিয়া জেলা থেকে আসছিল গাড়িটি। ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি ৷
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দইসাই বাসস্ট্যান্ডের কাছে 116-বি জাতীয় সড়কে এই দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী। তবে চারচাকা প্রাইভেট গাড়িটিতে কতজন সওয়ার ছিলেন, সঠিকভাবে তা এখনও জানতে পারেনি পুলিশ ৷ গাড়িটি এমনভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে, যে প্রাথমিকভাবে গাড়ির ভিতরে সঠিক কতজন ছিল তা অনুমান করা শক্ত। তবে পুলিশের অনুমান, ছোট গাড়ির ভিতরে থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে ৷
দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যুর খবরে শুনে মর্মাহত। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলকে আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। রাজ্য সরকার আপনাদের পাশে আছে।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবশক্তি নামে বাসটি দিঘা থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে দিঘার দিকে যাওয়া ছোট প্রাইভেট গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলে গাড়ির মধ্যেই সকলেরই মৃত্যু হয় ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান গাড়িটি দীঘার দিকেই যাচ্ছিল ৷ তবে ঠিক কোথায় যাচ্ছিল বা যাত্রীদের সঠিক ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার জেরে 116 বি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ আটকে থাকে বহু বাস ও পর্যটক গাড়ি-সহ পণ্যবাহী গাড়ি। ঘটনাস্থলে মাটিরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:
- এসইউভির টায়ার ফেটে ট্রাকে ধাক্কা, পথ দুর্ঘটনায় মৃত্যু 8 জনের
- এসইউভির টায়ার ফেটে ট্রাকে ধাক্কা, পথ দুর্ঘটনায় মৃত্যু 8 জনের