পুরুলিয়া, 7 এপ্রিল: 19 এপ্রিল প্রথম দফা নির্বাচনে পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে ভোট হবে ৷ আর তার দু’দিন আগে দেশজুড়ে পালিত হবে রামনবমীর উৎসব ৷ আর বিজেপির দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছেন বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, এভাবে ভোটের আগে রাজ্যকে অশান্ত করতে চায় গেরুয়া শিবির ৷ কারও নাম অবশ্য করেননি মমতা।
মমতা বলেন, "মিটিং করুন, মিছিল করুন সমস্যা নেই ৷ দাঙ্গা করবেন না ৷ দাঙ্গা করবে ওরা ৷ 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে ৷ তোমাদের তো রাম কানে-কানে বলে দিয়ে যায়নি, তুমি দাঙ্গা করো ৷ কিন্তু, এরা দাঙ্গা করবে। এনআইএ-কে ঢুকিয়ে দেবে ৷" এর পরেই তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতা বলেন, "কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না ৷ নিজের মতো থাকবেন। আপনারা পরেরদিন মিছিল করবেন, শান্তির মিছিল ৷"
মমতার মন্তব্যে রামনবমীর আগে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফের প্রশ্নের মুখে পড়ে যাবে না তো ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ 2019 সালের লোকসভার পর থেকে প্রত্যেক রামনবমীতে কোনও না কোনও অশান্তির ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলাকে বিঘ্নিত করেছে ৷ সেখানে গতবার হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় ৷ এই ঘটনায় দোকানপাট ও গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছিল ৷ যেখানে দু’টি সম্প্রদায় একে অপরের বিরুদ্ধে উস্কানি ও প্ররোচনার অভিযোগ তুলেছিল ৷
প্রথম দফার নির্বাচনের দু’দিন আগে রামনবমী নিয়ে আগাম সতর্ক রয়েছে নির্বাচন কমিশন ৷ এই মুহূর্তে আইনশৃঙ্খলা-সহ সমস্ত কিছু কমিশনের হাতে রয়েছে ৷ তাই কমিশনের তরফে রাজ্যের আগের ঘটনাক্রমকে মাথায় রেখে 17 এপ্রিল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু, সেখানে দাঁড়িয়ে, নির্বাচনী প্রচার মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি শুধুই প্রচার-সর্বস্ব ? নাকি, সত্যিই তাঁর দাবির পিছনে কোনও সঙ্গত কারণ রয়েছে ? প্রশ্ন থেকেই যাচ্ছে ৷
আরও পড়ুন:
- ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার
- ভূপতিনগর নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল