ইন্ডিয়া জোটকে কদর্য ভাষায় আক্রমণ সুকান্তর ডায়মন্ড হারবার, 28 জানুয়ারি: ইন্ডিয়া জোটকে কদর্য ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "ইন্ডি জোটের পিণ্ডি চটকে গিয়েছে । এটা হওয়ারই ছিল ৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পিণ্ডি চটকে দিয়েছে ৷ এবার নীতিশ কুমার গোয়াতে নিয়ে গিয়ে পিণ্ডি দিয়ে দিল । জোট এখন আর নেই ! জোট পুরোটাই জটে রূপান্তরিত হয়েছে । নৌকা ফুটো হয়ে গিয়েছে ৷ ফুটো নৌকায় কেউ থাকতে চায় না ।"
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইন্ডিয়া জোটের হাত ছেড়েছেন ৷ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি ৷ এই ঘটনায় সরগরম দেশের রাজনীতি । নীতীশের এই পদক্ষেপের ফলে লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে বড়সড় ভাঙন দেখা দিয়েছে । অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়ার বার্তা দিয়েছেন ৷ রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুরে মোদি কাপের উদ্বোধন করতে এসে ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
উত্তরবঙ্গ সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি ৷ সুকান্ত মজুমদার বলেন, "প্রশাসনিক বৈঠকের নাম করে পার্টির মিটিং করেন রাজ্যের মুখ্যমন্ত্রী । পার্টির মিটিং ডাকলে কেউ আসে না তাই প্রশাসনিক বৈঠকের নাম করে পার্টির মিটিং করেন । উত্তরবঙ্গের সবচেয়ে বেশি বিজেপির বিধায়ক ৷ যদি আপনি প্রশাসনিক বৈঠক করবেন তাহলে প্রশাসনিক বৈঠকে বিজেপি বিধায়কদের কেন ডাকা হয় না ।"
শাহজাহান প্রসঙ্গে তিনি বলেন, "শাহজাহান যে পরিমাণ মানুষের টাকা লুঠ করেছে, সেই পরিমাণ টাকা দিয়ে দ্বিতীয় তাজমহল তৈরি হয়ে যেত । আমরা চাই সবার চাকরি হোক ৷ কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে ৷ রাজ্যের পর্ষদের বেশ কিছু লোক জেলে যাচ্ছে- আসছে ৷ রাজ্যে শিক্ষা ব্যবস্থার যা অবস্থা তাতে ছাগল স্কুলের ড্রেস পড়ে মাঠে-ঘাটে ঘুরে বেড়াচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে প্রাইমারি স্কুল থেকে ছাগল বেরোবে ৷ মানুষ আর বেরোবে না । তৃণমূলের সরকার যেখানে চোরেদের মদত দিচ্ছে সেখানে ইলিশ মাছ শুধু একা ভাইপোই কী খাবে, তৃণমূলের ছোট বড় সব নেতারাই তাই দুর্নীতিগ্রস্ত ৷ সবাই ইলিশ মাছ খেতে চায় ।"
আরও পড়ুন:
- আজ বিকেলেই নবম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতীশের, ডেপুটি বিজেপির 2
- জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার
- ভাঙছেই মহাগঠবন্ধন, রবিবার সকালের মধ্যে পদত্য়াগ করতে পারেন নীতীশ কুমার