পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

30 এপ্রিল আরও 59 হাজারের চাকরি যাবে, বিজেপি বিধায়কের মন্তব্য়ে শোরগোল বাঁকুড়ায় - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Bishnupur Lok Sabha Constituency: ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ৷ প্রার্থীর সামনেই এ কী বললেন তিনি ?

BJP Mla Controversial Comment, বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য
বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্যে বিতর্ক

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 6:39 PM IST

Updated : Apr 25, 2024, 7:40 PM IST

বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য

ওন্দা (বাঁকুড়া), 25 এপ্রিল: "লোকসভা ভোট শেষ হলে ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত দখল করবই করব ৷ 30 এপ্রিলের মধ্যে আরও 59 হাজার লোকের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা ৷" প্রকাশ্য সভা থেকে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বক্তব্য ঘিরে শোরগোল ৷ এই ঘটনার পর বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ।

বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা বিধানসভার অন্তর্গত রতনপুরে বিজেপির একটি নির্বাচনী প্রচার সভা ছিল ৷ সেই সভায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-ও উপস্থিত ছিলেন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে অমরবাবু বলেন,"আগামী 4 জুনের পর লোকসভা ভোট মিটতেই আমরা এই বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত দখল করে নেব । কারও হিম্মত নেই আমাদের আটকায় । আগামী 30 এপ্রিল এ রাজ্যের আরও 59 হাজার মানুষ চাকরি হারাবেন । এখন শুধু সময়ের অপেক্ষা ।"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরনাথ শাখা বলেন, "এই বক্তব্য কোনও উস্কানিমূলক মন্তব্য নয় । লোকসভার ফলাফল ঘোষণার পর তৃণমূলে দলীয় কার্যালয় খোলার মতো কেউ থাকবে না । তখন বিজেপি ছাড়া পঞ্চায়েত চালানোর মতো আর কেউ থাকবে না । যাদের চাকরি যাচ্ছে তাদের উচিত যাদের টাকা দিয়েছেন তারা সেই তৃণমূলের নেতাদের বাড়ি থেকে তাড়া করে নিয়ে যাওয়া ৷"

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘাসফুলের প্রার্থী সুজাতা মণ্ডল বলেন,"নিজেরা জায়গা খুঁজুন ভোটের পর কোথায় লুকোবেন । কতটা প্রতিহিংসাপরায়ণ এরা ৷ শুধু চাকরি খেতে জানে, চাকরি দিতে জানে না ৷ নির্বাচন এগিয়ে আসছে তো তাই বিধায়কের মাথার ঠিক নেই ৷"

আরও পড়ুন :

  1. ফের বেলাগাম ! তৃণমূলকে কুকুরের সঙ্গে তুলনা করে মুগুর দেওয়ার নিদান স্বপনের
  2. বিজেপি প্রার্থীকে 'কুকুর' বলে বিতর্কে চিরঞ্জিৎ, বারাসতে শোরগোল
  3. মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দিলীপ ঘোষকে সতর্ক করল কমিশন
Last Updated : Apr 25, 2024, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details