পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'তৃণমূল থেকেও প্রস্তাব এসেছে', বিজেপি টিকিট না দিলে একাই লড়বেন অনুপম - TMC

Anupam Hazra: গত বছরের শেষে বিজেপির জাতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে ৷ এদিকে সামনেই লোকসভা নির্বাচন ৷ এই অবস্থায় বিজেপি নেতা কি নির্বাচনে লড়বেন ? লড়লে কোনও দলের হয়ে, নাকি নির্দল প্রার্থী হিসেবে ? ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনুপম বললেন তাঁর মনের কথা ৷

ETV Bharat
ইটিভি ভারতের মুখোমুখি অনুপম হাজরা

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 9:01 PM IST

Updated : Jan 27, 2024, 9:13 PM IST

আসন্ন লোকসভা নির্বাচনে কী করবেন তা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন অনুপম হাজরা

বোলপুর, 27 জানুয়ারি: বিজেপি টিকিট না দিলেও বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ৷ "তৃণমূল থেকেও প্রস্তাব এসেছে", ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা ৷ বঙ্গ বিজেপির নেতারা দলে'সিন্ডিকেট' চালান বলে অনুপমের অভিযোগ। পাশাপাশি, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও বিষোদগার করলেন তিনি ৷ এমনকী তাঁর দাবি, "বঙ্গ বিজেপি টাকা নিয়ে পদ দিচ্ছে ৷"

বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশাল মিডিয়ায় বারবার সরব হতে দেখা গিয়েছে অনুপমকে ৷ কখনও নাম না করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। কখনও আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে 'চোর মুক্ত বিজেপি চাই' স্লোগান তুলতে দেখা গিয়েছে তাঁকে ৷ রাজনৈতিক মহলের দাবি, এরই খেসারত দিতে হয়েছে দলের সর্বভারতীয় সম্পাদকের পদ খুইয়ে ৷

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অনুপম হাজরা তাঁর মনের কথা জানালেন ৷ বঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হওয়াতেই কি পদ খোয়াতে হল ? এর উত্তরে তিনি বলেন, "বঙ্গ বিজেপিতে একটা সিন্ডিকেট চলে ৷ কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা বোঝেন না ৷ তাই বঙ্গ বিজেপির নেতারা ভুল বুঝিয়েছেন, যাতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রভাবিত হয়েছে ৷" কী ধরনের সিন্ডিকেট, প্রশ্নে বিস্ফোরক অনুপম ৷

তিনি বলেন, "টাকা নিয়ে পদ দেওয়া হচ্ছে ৷ কাজের লোকদের নয়, প্রধান্য দেওয়া হচ্ছে কাছের লোকদের ৷ এককথায় দলকে বিক্রি করে নিজেদের পকেট গরম করছেন নেতারা ৷ আমি চোরদের চুরির প্রমাণ-সহ নামের তালিকা কেন্দ্রীয় নেতাদের পাঠিয়েছিলাম ৷ কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বলেননি ৷ ওঁরা চাইছেন দলে চোর থাকুক ।" তৃণমূলে যোগ দেওয়া বা তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন ? এর উত্তরে অনুপম হাজরা বলেন, "সব দল থেকে প্রস্তাব পেয়েছি ৷ তৃণমূল থেকেও অবশ্যই পেয়েছি ৷ তবে দল ছাড়াও অনেক কিছু কাজ করা হয় ৷ এখনই কিছু বলতে চাই না ৷ সময়ই কথা বলবে ৷"

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত ? এই প্রশ্নে বিজেপির থেকে টিকিট না-পাওয়ার আশঙ্কা প্রকাশ করে অনুপম হাজরা বলেন, "বোলপুর লোকসভা কেন্দ্র থেকেই লড়ব ৷ প্রথম পছন্দ দলের টিকিট ৷ কিন্তু, বঙ্গ বিজেপির যা সিন্ডিকেট দেখছি, তাতে হয়তো কোনও অযোগ্যকে টিকিট দিতে পারে ৷" এরপর তিনি নির্দল হয়ে লড়বেন কি না, এর উত্তরে সোজাসুজি কোনও উত্তর না দিয়ে অনুপম বলেন, "সময় খুব শক্তিশালী ৷ সময় কথা বলবে ৷"

আরও পড়ুন:

  1. শর্ত মানলে বিজেপিতে সব আগের মতো, ‘পদমুক্ত’ হওয়ার পর অনুপমের দাবি ঘিরে নয়া জল্পনা
  2. পৌষমেলায় মুখোমুখি অনুপম হাজরা ও বঙ্গ বিজেপির স্টল! গোষ্ঠীকোন্দলের কটাক্ষ তৃণমূলের
  3. 'এখন আমি ব্রাত্য', শাহী সভায় আমন্ত্রণ না পেয়ে বললেন 'ক্ষুব্ধ' অনুপম
Last Updated : Jan 27, 2024, 9:13 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details