পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্যাতিতার বাড়িতে ভেকধারী চিকিৎসকের দল! সোশাল মিডিয়ায় অভিযোগ বিকাশের - Bikashranjan Slams TMC

Bikashranjan Bhattacharyya: আরজি করে নিহত পড়ুয়া-চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মাকে দিয়ে একটি ওকালতনামায় স্বাক্ষর করানোর চেষ্টা করেছিলেন কয়েকজন ৷ সোশাল মিডিয়ায় এই অভিযোগ করলেন বামনেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷ তাঁর নাম ভাঁড়িয়ে এই কাজ করাার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন আইনজীবী ৷

Bikashranjan Bhattacharyya
সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 11:28 AM IST

Updated : Aug 20, 2024, 8:36 PM IST

কলকাতা, 20 অগস্ট: আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্টে ৷ এর মধ্যে নির্যাতিতার বাড়িতে গিয়ে একটি ওকালতনামায় তাঁর বাবা-মায়ের স্বাক্ষর করাতে চেয়েছিলেন কয়েকজন ৷ তাঁরা ছদ্মবেশী চিকিৎসক এবং তৃণমূলপন্থী ৷ সোশাল মিডিয়ায় এমন অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷

এই স্বাক্ষর করাতে গিয়ে তাঁর নামও উল্লেখ করা হয়েছে বলে জানান প্রবীণ বামনেতা ৷ যাঁরা নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রবীণ বামনেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷ শীর্ষ আদালতে মামলার শুনানির জন্য সোমবার রাতেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিল্লি পৌঁছেছেন ৷

বিকাশরঞ্জন ভট্টাচার্যের ফেসবুক পোস্ট (ছবি সৌজন্য: বিকাশরঞ্জন ভট্টাচার্যের ফেসবুক)

তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "দিল্লির বিমান বন্দরে নামামাত্রই ফোনে সংবাদ পেলাম একদল ধান্ধাবাজ চিকিৎসকের ভেক ধরে নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করে আমার নাম করে ধাপ্পা দিয়ে সুপ্রিম কোর্টের মামলার ওকালত নামায় স্বাক্ষর করাতে গিয়েছিলেন ৷ আমার দৃঢ় বিশ্বাস তাঁরা ছিলেন মমতাভক্ত ৷ চেয়েছিলেন আমার নাম করে ওকালতনামা বাগাতে পারলেই মমতার পক্ষে সওয়াল করতেন ৷ আমার নাম যাঁরা ব্যবহার করতে চাইলেন তাঁদের খুঁজে বার করে জিজ্ঞাসাবাদ করা হোক ৷ অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে ৷"

অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে যাঁরা পথে নেমে পুলিশের লাঠিচার্জে আহত হচ্ছেন, বা আটক হচ্ছেন, তাঁদের আইনি সহায়তা এবং মেডিক্যাল সহায়তা দিতে হেল্প ডেস্ক চালু করল সিপিআইএম ও তার ছাত্র সংগঠন এসএফআই ৷ চারটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে বাম ছাত্র সংগঠনের তরফে ৷ এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে জানানো হয়েছে, "ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সমর্থক-সহ আরজি করের ঘটনায় প্রতিবাদী যে কোনও মানুষকে কোনও পুলিশি হয়রানি অথবা হুমকির ক্ষেত্রে আমরা তাঁদের পাশে আছি ৷ আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন- 82402 28072, 62892 35283 এবং 81700 51011 ৷ এছাড়া চতুর্থ নম্বর 80179 21866 ৷

এসএফআই-এর আইনি সাহায্য়ের নম্বর (ছবি সৌজন্য এসএফআই-এর এক্স হ্যান্ডেল)

সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, "আরজি করের ঘটনায় যে প্রতিবাদ রোজ দেখা যাচ্ছে, তা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় ৷ সাধারণ মানুষ এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে ৷ কিন্তু তাঁদের উপর দমন পীড়ন হচ্ছে ৷ তাই সাধারণ মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য ৷"

চিকিৎসকের ছদ্মবেশে মৃতের বাড়িতে ঢুকে সুপ্রিম কোর্টের ওকালতনামায় সই করানোর চেষ্টা! এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর সোদপুর-সহ রাজ্যজুড়ে জলঘোলা শুরু হয়েছে। আইনজীবী বিকাশ ভট্টাচার্য সমাজমাধ্যমে অভিযোগ করে বলেছেন, তাঁর নাম করে ওকালতনামায় সই করানোর চেষ্টা করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের জেরা করে তদন্ত শুরু করার দাবিও জানিয়েছেন। এদিন মৃতার বাবা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে জল্পন জিইয়ে রেখে বলেন, নিশ্চই কোনও ঘটনা ঘটেছে। তা নাহলে উনি বলবেন কেন?

Last Updated : Aug 20, 2024, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details