পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 6:30 PM IST

ETV Bharat / state

বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই আইন বিভাগ, শোকজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে - North Bengal University

North Bengal University: রেজিস্ট্রেশন বাবদ বকেয়া রয়েছে 45 লক্ষ টাকা ৷ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়াই 13 বছর ধরে চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ৷ সেই কারণে বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠাল বার কাউন্সিল অফ ইন্ডিয়া ৷

ETV BHARAT
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে শোকজ বার কাউন্সিলের (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 8 অগস্ট: বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া দীর্ঘ 13 বছর ধরে চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ । বিপাকে ওই বিভাগের পড়ুয়ারা ৷ বিষয়টি জানা মাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠাল বার কাউন্সিল অফ ইন্ডিয়া । আগামী সাতদিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে আইন বিভাগের পড়ুয়াদের মধ্যে । প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে ৷

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে শোকজ বার কাউন্সিলের (নিজস্ব ভিডিয়ো)

বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া কীভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন বিভাগ পরিচালনা করছিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তার জবাব তলব করেছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যুগ্ম সম্পাদক নলীন রাজ চতুর্বেদী । সাতদিনের মধ্যে উত্তর না-দিলে অথবা উত্তর সন্তোষজনক না-হলে আগামীতে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে অথবা ওই বিভাগ বন্ধ করা হতে পারে বলে জানানো হয়েছে ৷ কিংবা ক্ষতিপূরণও দিতে হতে পারে । বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রেজিস্ট্রেশন বাবদ বকেয়া রয়েছে প্রায় 45 লক্ষ টাকা । সেই বকেয়া না-মেটানো পর্যন্ত অনুমোদন মিলবে না বলেও জানানো হয়েছে ।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অভিজিৎ ভৌমিক বলেন, "বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বিহার বার কাউন্সিলে রেজিস্ট্রেশন করাতে গেলে জানা যায় যে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কোনও অনুমোদনই নেই । আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করুক ।"

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দেবাশিস দত্ত বলেন, "এটা ঠিক যে আমাদের কোনও অনুমোদন নেই । তবে আমাদের কোর্স করানোতে কোনও বাধা নেই বলে হাইকোর্ট জানিয়েছে । আর দ্রুত অনুমোদনের জন্য পদক্ষেপ করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details