দুর্গাপুর, 6 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কতায় কান দিতে নারাজ বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ স্বভাবভঙ্গিতেই বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুললেন তিনি ৷ শুধু মুখ খুললেই না, ওপার বাংলার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর ৷ এমনকী বাংলাদেশের এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারীদের নিয়ে একযোগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতেও পিছপা হলেন না এই বিজেপি নেতা ৷
মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, "যদি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয় তাহলে এদেশেও তার প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা আছে । মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে রাজ্যের সীমা সুরক্ষিত করুক ৷ কেবল বিএসএফের উপর ছেড়ে দিয়ে কাটমানি নিয়ে অনুপ্রবেশ করাবে, সোনা ও গরু পাচার করবে, তা চলবে না ৷ এগুলো এখনই বন্ধ হওয়া দরকার আছে ।"
সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা ৷ এর পরেই ওপার বাংলার ইস্যু নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবেশী দেশের বিষয় বলে তিনি আগ বাড়িয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি । তিনি এই বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন বলেও সাফ জানান । এমনকী তিনি যেভাবে নিজে সতর্ক একইভাবে দলীয় নেতা এবং মন্ত্রীদেরও সতর্ক করেন মুখ্যমন্ত্রী ৷ বিরোধী দলের নেতাদেরও বাংলাদেশ ইস্যুতে আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছিলেন তিনি ৷ কিন্তু দিলীপ ঘোষ মমতার সেই সতর্কবার্তায় কান না দিয়ে 24 ঘণ্টার মধ্যেই ওপার বাংলা নিয়ে মন্তব্য করলেন ৷