দুর্গাপুর, 11 এপ্রিল: তাঁর লড়াইটা বিচারধারার সঙ্গে, মানুষের সঙ্গে নয় । আসানসোল থেকে প্রার্থী হওয়ার পর নয়াদিল্লিতে বসেই এমনই বার্তা দিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ অনুকূল ঠাকুরের অন্যতম ভক্ত তিনি ৷ বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ বলেন, "অনুকূল ঠাকুরের কথায় মানুষ আপন, টাকা পর/যত পারিস মানুষ ধর । আমি আসানসোলের মাটির মানুষ ৷ ওখানে গিয়ে লড়াইটা করব ৷"
বুধবার আসানসোলের বিজেপি প্রার্থী হিসাবে এসএস আলুওয়ালিয়ার নাম ঘোষণা করেছে বিজেপি ৷ এরপর সন্ধ্যে থেকেই আনন্দে উৎসবে মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা ৷ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি মোড়ে বিজেপির কার্যালয়ের সামনে বুধবার সন্ধ্যায় অকাল হোলি খেলাতে মেতে ওঠেন বিজেপির নেতাকর্মীরা । বাজি পোড়ালনো হয়, বাজনা বাজিয়ে চলে নাচ ৷ বিজেপির পশ্চিম বর্ধমান জেলা মিডিয়া সেলের নেতা জিতেন চট্টোপাধ্যায়ের কথায়, "আসানসোলের ভূমিপুত্র এবার প্রার্থী হয়েছেন। বহিরাগত শত্রুঘ্ন সিনহাকে চার লক্ষ ভোটে পরাজিত করব আমরা ।"
বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ দিল্লি থেকে অণ্ডাল বিমানবন্দরে নামবেন এসএস আলুওয়ালিয়া । কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং আবেগ অণ্ডাল বিমানবন্দরে দেখা যাবে বলে জানিয়েছেন জিতেন চট্টোপাধ্যায় । পাশাপাশি আসানসোলের প্রার্থী হিসেবে যিনি অন্যতম দাবিদার ছিলেন, সেই জিতেন্দ্র তিওয়ারিকেও দেখা গেল আলুওয়ালিয়ার সমর্থনে দেওয়াল লিখনে।