পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হেফাজতে থেকে কাগজ-কলম কিভাবে পেলেন জ্যোতিপ্রিয়, প্রশ্ন তুললেন শংকর আঢ্য - জ্যোতিপ্রিয় মল্লিক

Ration Distribution Scam: রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ একই দুর্নীতি গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শংকর আঢ্য ৷ শনিবার সেই শংকর প্রশ্ন তুললেন মন্ত্রী জ্যোতিপ্রিয়কে নিয়ে ৷ জানতে চাইলেন, হেফাজতে থাকাকালীন কিভাবে কাগজকলম পেলেন জ্যোতিপ্রিয় ?

Sankar Adhya
Sankar Adhya

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 5:22 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এবার প্রশ্ন তুললেন শংকর আঢ্য । শনিবার রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া এই তৃণমূল নেতার কাছে সাংবাদিকরা জানতে চান, বালুর হয়ে কত টাকা লেনদেন করেছেন শংকর আঢ্য ? জবাবে উত্তর না দিয়ে পালটা প্রশ্ন তোলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান । প্রশ্ন করেন, কিভাবে জ্যোতিপ্রিয় হেফাজতে থাকাকালীন চিঠি লিখলেন ? চিঠি লেখার জন্য কাগজ-কলম কোথা থেকে পেলেন ? পাশাপাশি তিনি দাবি করেন, "আমি কোনোভাবেই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত নই ।"

এ দিন তাঁকে আদালতে হাজির করানোর আগে তাঁকে ইডি দফতর থেকে আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় । আর তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি । তাঁকে মন্ত্রীর টাকার লেনদেন নিয়ে প্রশ্ন করা হলে শঙ্কর বলেন, ‘‘আমরা কিছুই জানি না । এক পয়সাও নিইনি । এটা একটা অভিযোগ ছাড়া আর কিছু না ।’’

আঢ্য আরও বলেন, ‘‘আমার কোনও মিল নেই, আমি রেশন সরবরাহকারীও নই । ফলে রাজ্যের খাদ্য দুর্নীতির সঙ্গে আমি কোনোভাবে জড়িত হতে পারিই না ।’’ এর পরেই তিনি সেই বিস্ফোরক প্রশ্নটি করে বসেন ৷ জানতে চান, ‘‘হেফাজতে থাকাকালীন উনি (জ্যেতিপ্রিয় মল্লিক) কী ভাবে কলম পেলেন ? কাগজ পেলেন ? সেটা দেখা হোক ? আর তা হলেই সত্যিটা বোঝা যাবে ।’’

রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ডে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তথ্যপ্রমাণ পেয়েছেন যে তাঁর কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে । পাশাপাশি এই রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক চার্টার্ড অ্য়াকাউন্ট্যান্টের নামও উঠে এসেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সম্প্রতি শংকর আঢ্যর পরিচিতের বেশ কয়েকটি অফিসে এবং বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় । আরব এবং বাংলাদেশের প্রচুর বিদেশী মুদ্রা লেনদেন শংকর করেছিলেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:

  1. শংকর আঢ্যের অফিস থেকে উদ্ধার বিদেশি মুদ্রা, কীভাবে এল এত টাকা; তদন্তে ইডি
  2. বিরোধীদের হয়ে কাজের প্রমাণ দিলে নাকখত দেব : শংকর আঢ্য

ABOUT THE AUTHOR

...view details