পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিআইডি কি শরীরে রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করেছে ! জানতে হাসপাতালে ছুটলেন অর্জুন - ARJUN SINGH

টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি । সেখানেই রাসায়নিক বিষ প্রয়োগ করে তাঁকে হত্যার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ বিজেপি নেতার ৷

Arjun Singh
অর্জুন সিং (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 2:06 PM IST

ভাটপাড়া, 16 নভেম্বর:টেন্ডার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের সময় সিআইডি রাশিয়ান রাসায়নিক শরীরে প্রয়োগ করেছে কি না, তা পরীক্ষার জন্য শনিবার মেডিক্যাল টেস্ট করাতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং ৷

বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শারীরিক চিকিৎসা করাবেন তিনি ৷ এমনটা জানিয়েছেন খোদ অর্জুন সিং। যদি কোনও বিষক্রিয়া তাঁর শরীরে প্রয়োগ হয়ে থাকে, তাহলে তিনি আদালতের দারস্থ হবেন বলেও জানিয়েছেন । অর্জুনের উদ্বেগকে পাগলামি বলে কটাক্ষ করেছে তৃণমূল । জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "ওঁর মাথার ঠিক নেই । পাগল হয়ে গিয়েছেন । ওঁর সুস্থতা কামনা করি ।"

শরীর পরীক্ষা করাতে হাসপাতালে ছুটলেন অর্জুন (ইটিভি ভারত)

সম্প্রতি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, ভবানী ভবনে সিআইডি তাঁকে জেরার সময় রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করে থাকতে পারে । শনিবার সকালে তাই স্বাস্থ্যপরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা দিয়েছেন তিনি ।

হাসপাতালে যাওয়ার পথে তিনি বলেন, "রাজ্য পুলিশকে আমি বিশ্বাস করি না । তারা যা খুশি তাই করতে পারে । তাই আজ পরীক্ষা করিয়ে নিতে চাই । শরীরে কী আছে না আছে, তা জানতে চাই । রাসায়নিক বিষ এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে বোঝা যায় না । তবে শরীরের মধ্যে কিছু হচ্ছে কি না, সেটা দেখে নিতে চাই ।"

শরীরে রাশিয়ান রাসায়নিক প্রয়োগোর অভিযোগ সিআইডির বিরুদ্ধে (নিজস্ব ছবি)

সম্প্রতি টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি । অর্জুন বৃহস্পতিবার সেখানে হাজিরা দেন । সেদিন ভবানী ভবনে হাজিরা দিতে গিয়ে তিনি জানান, হাজিরা দিলেও সিআইডি দফতরের কিছু তিনি মুখে দেননি । চা-কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি । তবে তিনি আশঙ্কা করেন, পানীয়ের মধ্যে বাইরে থেকে রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে ।

প্রসঙ্গত, 2010 থেকে 2019 সাল পর্যন্ত অর্জুন সিং তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন । 2019 সালের লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন । তারপরই ওই পুরসভার চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডি তদন্ত শুরু করেছিল ।

2021 সালেও অর্জুনকে তলব করা হয়েছিল । ওই মামলার তদন্তে গত বৃহস্পতিবারও অর্জুনকে সিআইডি তলব করেছিল । সিআইডি দফতরে হাজিরা দেওয়ার আগে তিনি রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন । তাঁকে রাসায়নিক বিষ প্রয়োগ করে মেরে ফেলা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন ।

অর্জুন সিংয়ের অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে শাসক শিবির । জগদ্দলের বিধায়ক তথা তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, "অর্জুন সিং একজন সাইকো কিলার । তাই, সর্বত্র ভূত দেখছেন । আসলে ও'র মাথা ঠিক মতো কাজ করছে না । ব্রেনে-ও সমস্যা দেখা গিয়েছে । সামনে যাঁকে দেখছে । সেই-ই নাকি ও'র ক্ষতি করার চেষ্টা করছে । রাশিয়ায় ওরকম কোনও রাসায়নিক আছে কি না আমার জানা নেই । তারপরও আমি ওঁর সুস্থতা কামনা করছি ।"

ABOUT THE AUTHOR

...view details