পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তালিকায় নাম থাকলে আবাস যোজনায় কেউ বঞ্চিত হবেন না: আলাপন

জেলাশাসকদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্য়সচিব মনোজ পন্থের ৷ দিকে-দিকে জনসাধরাণের বিক্ষোভের জেরে জরুরি বৈঠক শীর্ষ আধিকারিকদের ৷

AWAS YOJANA CONTROVERSY
তালিকায় নাম থাকলে আবাস যোজনায় কেউ বঞ্চিত হবেন না বলে জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 30 অক্টোবর: আবাস যোজনা থেকে কেউ বঞ্চিত হবেন না ৷ তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা পর্যায়ক্রমে বাড়ির জন্য টাকা পাবেন ৷ আজ নবান্ন থেকে এমন আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে আবাস যোজনা নিয়ে একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তারপরেই প্রাক্তন আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় এ কথা ঘোষণা করেন ৷

এ দিন সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় আবাস (গ্রামীণ) যোজনার প্রকল্পে টাকা পেয়ে, বাড়ি করবেন বলে যাঁরা অপেক্ষায় রয়েছেন, এমন মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ । এদের নাম নথিভুক্ত হয়ে রয়েছে ৷ তাঁদের বাড়ি পাওয়ার অধিকার স্বীকৃত ৷ তালিকায় নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও কেন্দ্র থেকে টাকা না-আসায় এতদিন তাঁরা বাড়ি করতে পারেননি ৷ তবে, কেন্দ্রীয় সরকার টাকা না-দিলেও নথিভুক্ত ও প্রতিশ্রুত মানুষগুলির জন্য রাজ্য সরকার বাড়ির টাকা দেবে ৷ সেই কারণে, নথিভুক্ত উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রি-সার্ভে শুরু হয়েছে ৷’’

তালিকায় নাম থাকলে আবাস যোজনায় কেউ বঞ্চিত হবেন না বলে জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

ইতিমধ্যে, কেউ পাকা বাড়ি করে ফেলেছেন কি না বা অন্যত্র কেউ চলে গিয়েছেন কি না, তা এখানে দেখা হচ্ছে ৷ একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে ৷ আলাপন এ দিন আবেদন করেন, এই সার্ভে নিয়ে কেউ অকারণে বিচলিত যাতে না-হন ৷ উপযুক্ত তালিকাভুক্ত সকলেই পর্যায়ক্রমে পাকা বাড়ি করার টাকা পাবেন ৷ রাজ্য সরকারের তরফ থেকে মাথাপিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি ৷ এক্ষেত্রে বর্তমানে তৈরি থাকা তালিকার রিসার্ভে নিয়ে উদ্বেগের কারণ নেই ৷

তিনি আরও জানিয়েছেন, একইভাবে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা আসছে না-বলে, রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প রূপায়ণ করছে ৷ সেই কর্মশ্রী প্রকল্পে 43 লক্ষ গ্রামীণ শ্রমিকের জন্য মোট 23 কোটি শ্রম দিবস এ বছর তৈরি করা হয়েছে ৷ প্রত্যেক গ্রামীণ মজুর গড়ে 54 দিন করে কাজ পেয়েছেন বলে দাবি করেন আলাপন ৷ এই প্রকল্পে 25 হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে বলেও দাবি তাঁর ৷ এক্ষেত্রেও 100 শতাংশ টাকাই রাজ্য সরকার দিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details