শক্তিগড়, 21 জুলাই:একুশেজুলাই ধর্মতলা যাওয়ার সময় কিংবা ফেরার পথে শক্তিগড়ে নেমে ল্যাংচা কিনছেন তাহলে সাবধান! বেশিরভাগ দোকানেই ল্যাংচা ভেজে রাখা হয়েছে দিন পনেরো কিংবা মাস খানেক আগে। যার বেশিরভাগ মিষ্টি নষ্ট হয়ে গিয়েছে! ফলত সেখানে আরশোলা কিংবা মাছি ভনভন করছে। সেই দৃশ্য দেখে অবাক খোদ জেলা স্বাস্থ্য ও খাদ্য দফতর থেকে শুরু করে পুলিশ প্রশাসন।
শনিবার তাঁরা বিভিন্ন দোকানের হেঁশেলে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে প্রায় তিন কুইন্টাল ল্যাংচা। সেই সমস্ত নষ্ট হয়ে যাওয়া ল্যাংচা পুঁতে দেওয়া হয়েছে মাটির নীচে ৷ এদিকে এই ঘটনার জেরে প্রশাসনের উপরে বেজায় চটেছেন শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা। তাঁরা বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
- 21 জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশে যোগ দিতে শক্তিগড় সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে দুই বর্ধমান জেলা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া-সহ বিভিন্ন এলাকার তৃণমূল নেতা-কর্মী থেকে সমর্থকরা যোগ দিতে যান। ফলে যাতায়াতের পথে শক্তিগড় ল্যাংচা হাবের একাধিক দোকানে মানুষের তিলধারণের জায়গা থাকে না। চাহিদার কথা মাথায় রেখে দিন পনেরো এমনকী এক মাস আগেই শুরু হয়েছে ল্যাংচা ভাজার কাজ। সেই ল্যাংচা যে হেঁশেলে ভাজা হয় সেখানকার পরিবেশও অস্বাস্থ্যকর।
- ইতিউতি আরশোলা, পোকামাকড় চলছে। মাছি ভনভন করছে। এতদিন আগে থেকে ল্যাংচা ভেজে রাখায় বেশিরভাগ ল্যাংচায় ছত্রাক জমেছে। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার জেলা স্বাস্থ্য দফতর ও শক্তিগড় থানার পুলিশ-সহ প্রশাসনের আধিকারিকরা ব্যবসায়ীদের দোকান ও হেঁশেলে অভিযান চালান। তারপরই চক্ষু চড়কগাছ! সেই মিষ্টি পেটে গেলেই শরীর অসুস্থ হয়ে পড়বে। আর যেহেতু অধিকাংশই বাইরের ক্রেতা তাই মিষ্টি খারাপ হলেও কেউ আর অভিযোগ জানাতে পারবে না। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা বলে, এমনটাই অভিযোগ।