পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্যার দায় কার, কেন্দ্র না রাজ্যের ? জানতে হাইকোর্টে যাচ্ছেন অধীর - Adhir to Move Cal HC

Adhir to Move Cal HC: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও রাজ্য একে-অপরের ঘাড়ে দায় ঠেলেছে ৷ তবে প্রকৃত দায় কার, তা স্পষ্ট করতে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধীররঞ্জন চৌধুরী ৷

ETV BHARAT
অধীররঞ্জন চৌধুরী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 8:12 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: রাজ্যের একাধিক জেলা বন্যা কবলিত । রাজ্যের একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে এই বন্যা পরিস্থিতি । কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দায় ঠেলাঠেলির পর্ব চলছে । এরকম পরিস্থিতিতে বন্যার সঠিক কারণ জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন অধীররঞ্জন চৌধুরী ।

ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে বুধবার অধীর বলেন, "বন্যার দায় কার তা জানতে কলকাতা হাইকোর্টে যাচ্ছি । মুখ্যমন্ত্রী কেন্দ্রের ঘাড়ে দায় চাপাচ্ছেন । অন্যদিকে, কেন্দ্র রাজ্যের উপর দায় চাপাচ্ছে । মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসি না-জানিয়ে জল ছেড়েছে ৷ আর কেন্দ্র বলছে প্রশাসনকে আগেই জল ছাড়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল ৷ ফলে, মানুষের জানা উচিত প্রকৃত দোষ কার ।"

অধীররঞ্জন চৌধুরী (নিজস্ব ভিডিয়ো)

ধর্মতলায় যে প্রতিবাদ সভা চলছে তা করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা । শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রতিবাদ সভার অনুমতি গ্রহণ করতে হয়েছে তাঁদের । এ বিষয়ে অধীর বলেন, "আদালতের দ্বারস্থ হয়ে আমাদের এই ধরনা করতে হচ্ছে । এই রাজ্যে বিরোধীদের কোনও কর্মসূচি করতে দেওয়া হয় না । আরজি করে যে ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশমন্ত্রী হিসেবে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত । একইরকম ভাবে বিভিন্ন ঘটনায় অরবিন্দ কেজরিওয়াল কিংবা হেমন্ত সরেনকে জিজ্ঞাসাবাদ করা হলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন না কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা । অবশ্যই সিবিআই ও ইডিকে এই গোটা ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত ।"

আজকের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার । তাঁকে তাঁর পূর্বসূরী অধীরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় । শুভঙ্কর সরকার বলেন, "নতুন বর্তমানের কোনও প্রশ্নই ওঠে না । আমরা সকলে একসঙ্গে আছি একসঙ্গে ছিলাম । ব্যক্তিগতভাবে আমার কারও সঙ্গে কোনও খারাপ সম্পর্ক নেই । সকলের সঙ্গে সুসম্পর্ক । যা কিছু বলা হচ্ছে গোটাটাই মিথ্যা ।"

ABOUT THE AUTHOR

...view details