কলকাতা ও নয়াদিল্লি, 10 এপ্রিল: শ্রী হরিচাঁদ ও শ্রী গুরুচাঁদের নামে সাংসদ পদে শপথ নিতে চেয়েছিলেন তৃণমূলের মমতাবালা ঠাকুর। কিন্তু অনুমতি দেননি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লিতে এই নিয়ে সরব হয়েছিলেন মমতাবালা। এবার রাজভবন থেকে বেরিয়ে এই বিষয় নিয়েই সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ ভবনের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, "এদিন মমতা বালা ঠাকুরের রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছেন বলে মাঝপথে শপথ গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন দেশে কী চলছে! ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছিলেন উনি। এঁরাও তো ঈশ্বর।"
এরপর অভিষেক জানান, মতুয়া ভাইরা বিজেপিকে এক বুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন ৷ তাঁদের ধর্মের প্রসার ঘটিয়ে, ন্যায্য দাবিগুলি আগামিদিনে বাস্তবায়িত করা হবে ৷ এটাই ছিল তাঁদের আশা ৷ কিন্তু আরাধ্য দেবতা শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ায় মমতাবালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধনকর বাতিল করে দিয়েছেন।
জগদীপ ধনকড় দেশের উপরাষ্ট্রপতি আর বাংলার প্রাক্তন রাজ্যপাল। তিনি মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছেন। অভিষেক বলেন, "এই জগদীপ ধনকড় ধারাবাহিকভাবে বাংলার বিরোধিতা করেছিলেন বলেই বড় পদ পেয়েছেন। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা-বিরোধী বলি। বিজেপি শুধু আপনার ভোট চাইছে না। বিজেপি আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আর যদি তা না-পারে তাহলে আপনার সব বন্ধ।"