চন্দ্রকোণা, 24 এপ্রিল: বিজেপি প্রার্থীর সমর্থনে চন্দ্রকোণায় মহিলা সম্মলন ও মিছিলে যোগ দিলেন সন্দেশখালির 6 প্রতিবাদী মহিলা ৷ দ্বিতীয় দফার নির্বাচনের আগে এবার সেই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ৷ শাসক শিবিরের দাবি, ভোটবাক্সে ফায়দা তুলতে সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করছে বিজেপি ৷ অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, তৃণমূল কংগ্রেসের আমলে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদেই এই পদক্ষেপ ৷
মঙ্গলবার বিকেলে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে আরামবাগ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে চন্দ্রকোণা শহরে মিছিল ও সম্মেলনের আয়োজন করা হয় । চন্দ্রকোণা টাউন হল থেকে শুরু করে গাছ শীতলা মোড় হয়ে মল্লেশ্বরপুরে শেষ হয় এই মিছিল ৷ এরপর চন্দ্রকোণা টাউন হলে মহিলা সম্মেলনের আয়োজন করা হয় । এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ৷ ঘটনাপ্রসঙ্গে তিনি বলেন, "সন্দেশখালির নিপীড়িত নির্যাতিতা প্রতিবাদী মাতৃশক্তিরা আজ উপস্থিত ছিলেন ৷ সেখানে তাঁদের উপর তৃণমূলের হার্মাদরা কী অত্যাচার করেছে, তা বাংলার মানুষ, বিশেষ করে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে সন্তুষ্ট হন, সেইসব মা বোনেদেরও জানা দরকার ৷ মহিলাদের উপর অত্যাচারের কথা তুলে ধরতেই সন্দেশখালির প্রতিবাদী মাতৃশক্তিরা আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন ৷"