পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোর সন্দেহে 2 কিশোরকে গণপিটুনির পর জঙ্গলে ফেলে দিল গ্রামবাসীরা - 2 Youths Beaten in Jhargram

Mass Beaten in Jhargram: ফের ঘটল গণপিটুনির ঘটনা ৷ সাইকেল চোর সন্দেহে 13 বছরের দুই কিশোরকে গণপিটুনির অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ৷

Lynching in Jhargram
কিশোরকে গণপিটুনি (প্রতীকি চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 11:09 PM IST

ঝাড়গ্রাম, 8 অগস্ট: ফের গণপিটুনির ঘটনা ঝাড়গ্রামে। এবার সাইকেল চোর সন্দেহে 13 বছরের দুই কিশোরকে গণপিটুনির পর জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার জঙ্গল থেকে উদ্ধার করে দুই কিশোরকে পরে হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা। বিনপুর থানার অন্তর্গত রাঙামেটিয়া গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের 13 বছরের দুই কিশোর জামবনী থানার অন্তর্গত বেড়াবা গাড়ি গ্রামের মামাবাড়িতে এসেছিল পরিবারের সঙ্গে। বৃহস্পতিবার সকালে একটি সাইকেল নিয়ে বিনপুর বাজারে গিয়েছিল ওই দুই কিশোর। সাইকেলে করে বাড়ি ফেরার সময় রাঙামেটিয়া গ্রামের কাছে সাইকেল চোর সন্দেহে দুই কিশোরকে আটক করে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ গণপিটুনির পরে তাদের পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে দেওয়া হয়। সকাল থেকে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে দুই কিশোরের। পরে বিকেলে জঙ্গলে থেকে উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই দুই কিশোরের নাম শেখ আজাদ ও শেখ রেহান বলে জানা গিয়েছে। তাঁদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বাদিয়া গ্রামে। বর্তমানে তারা দুজনেই চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে।

ওই কিশোরের মামা বলেন, "বিনপুর থেকে ফেরার সময় রাঙামেটিয়া গ্রামের কাছে সাইকেল চুরির সন্দেহে দু'জনকে প্রচুর মারধর করা হয়। ব্যাপক মারধরের ফলে ওরা নড়া চড়া পর্যন্ত করতে পারছে না। একজনের মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে ৷" এর আগেও নিয়মিতভাবে চোর সন্দেহে বা ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠেছে একাধিকবার ৷ ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল ঝাড়গ্রামে ৷

গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনও গুজবে প্রভাবিত হবেন না। কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সুরক্ষিত থাকুন। সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও।

ABOUT THE AUTHOR

...view details