কলকাতা, 27 ডিসেম্বর: পৌষমাসে শীতের 'সর্বনাশ'। কনকনে ঠান্ডার বদলে হালকা শীতের অনুভূতিতে ডিসেম্বরে অনুভূতি মার্চের। যেন শীতের বিদায়বেলা ! ভোর কিংবা রাতে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও ৷ তবে নতুন বছরের শুরুতে শীতের আমেজ ফিরবে। বর্ষশেষে নামবে পারদ। কলকাতায় 14 ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। জেলায় জেলায় 10 ডিগ্রি বা তার নীচেও নামতে পারে তাপমাত্রা।
পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। মেঘলা আকাশে সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কলকাতায় এই সময় স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা 14.5 ডিগ্রি সেলসিয়াস। অথচ 19 ডিগ্রির আশেপাশে ঘুরছে তাপমাত্রা। শনি ও রবিবার আবারও বাড়বে তাপমাত্রা। তবে সোম বা মঙ্গলবারে এক ধাক্কায় অনেকটাই নামবে পারদ। আজ শুক্রবার দিনের আকাশ মূলত পরিষ্কার ৷ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
শীতকালের মধ্যগগনে আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে সাগরে ঘনীভূত নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা। এই জোড়া ফলায় আটকে উত্তরের হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে আজ অর্থাৎ শুক্রবার ৷ উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি ঝঞ্ঝা।
জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়। এর জেরে আগামিকাল অর্থাৎ শনিবার বৃষ্টি হতে পারে রাজ্যের 6 জেলাতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে কোথাও আংশিক কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ। উপকূল ও সংলগ্ন তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা ভোরের দিকে ৷ বেলা বাড়লে কোথাও মেঘলা, কোথাও পরিষ্কার আকাশ। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এই বছরের বাকি দিনে কোনও জেলায় জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা নেই।
উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে ওপরের পাঁচ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। অল্প কুয়াশা থাকবে উত্তরের বাকি জেলাগুলিতেও।
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.7 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 89 শতাংশ এবং সর্বনিম্ন 43 শতাংশ।