নয়াদিল্লি, 27 ডিসেম্বর: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সকালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন 3, মোতিলাল নেহেরু মার্গে পৌঁছন মোদি ৷ পুষ্পস্তবক দিয়ে মনমোহন সিংকে শ্রদ্ধা জানান তিনি ৷ পাশাপাশি, কথা বলেন প্রয়াত প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরন কউরের সঙ্গে ৷
মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি ৷ জাতির উদ্দেশে তাঁর বক্তব্যে মোদি বলেন, "দেশভাগের সময় ভারতে এসে নিজের পরিচয় তৈরি করেছিলেন ৷ দেশের অগ্রগতিতে তাঁর অবদান অসামান্য ৷ দেশবাসীর প্রতি তাঁর প্রতিশ্রুতি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন মনমোহন ৷ তাঁর মৃত্যু দেশ তথা দেশবাসীর জন্য একটা বড় ক্ষতি ৷"
The passing away of Dr. Manmohan Singh Ji is deeply saddening. I extend my condolences to his family and admirers.https://t.co/6YhbaT99dq
— Narendra Modi (@narendramodi) December 27, 2024
প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, "একজন সৎ, জ্ঞানী মানুষ হিসেবে দেশবাসী তাঁকে মনে রাখবে ৷ দেশের জটিল অর্থনীতির সময় আরবিআই গভর্নরের দায়িত্ব পালন করেছেন তিনি ৷ জনতার প্রতি ও দেশের উন্নতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ৷" মনমোহন সিংয়ের উত্তরসূরি হিসেবে 2014 সালে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেন নরেন্দ্র মোদি ৷
Paid tributes to Dr. Manmohan Singh Ji at his residence. India will forever remember his contribution to our nation. pic.twitter.com/nnNZjiSowN
— Narendra Modi (@narendramodi) December 27, 2024
প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি ৷ সে সময় মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর বক্তব্য়ের প্রসঙ্গও এদিন তুলে ধরেন মোদি ৷ তিনি বলেন, "দলগত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমস্ত দলের রাজনীতিকদের তিনি শ্রদ্ধা করতেন ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন ওঁনার সঙ্গে আন্তর্জাতিক, অর্থনীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করেছি ৷ এমনকী, আমি দিল্লি আসার পরও ওঁনার সঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে ৷"
মোদির পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও ৷
CPP चेयरपर्सन श्रीमती सोनिया गांधी जी ने पूर्व प्रधानमंत्री डॉ. मनमोहन सिंह जी के आवास पहुंचकर उन्हें श्रद्धांजलि अर्पित की।
— Congress (@INCIndia) December 27, 2024
नमन 🙏
📍 नई दिल्ली pic.twitter.com/tCQAV3szbh
শুক্রবার দলের বর্ষীয়ান এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে এসে পৌঁছন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শেষশ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ৷ দলের শীর্ষ নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে আসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ৷
नेता विपक्ष श्री @Rahulgandhi ने पूर्व प्रधानमंत्री डॉ. मनमोहन सिंह जी के आवास पहुंचकर उन्हें श्रद्धांजलि अर्पित की।
— Congress (@INCIndia) December 27, 2024
मनमोहन सिंह जी की कर्तव्यनिष्ठा और देश के प्रति समर्पण हमें हमेशा प्रेरणा देंगे।
सादर नमन 🙏
📍 नई दिल्ली pic.twitter.com/2B93QAjCR6
বৃহস্পতিবার দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর ৷ মিষ্টভাষী, স্বচ্ছ, নম্র এক রাজনীতিক ও দেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ ৷ মনমোহন সিংয়ের মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছে বিশ্বও ৷
कांग्रेस अध्यक्ष श्री @kharge ने पूर्व प्रधानमंत्री डॉ. मनमोहन सिंह जी के आवास पहुंचकर उन्हें श्रद्धांजलि अर्पित की।
— Congress (@INCIndia) December 27, 2024
सरल-सहज व्यक्तित्व और विलक्षण प्रतिभा के धनी डॉ. मनमोहन सिंह जी को नमन 🙏
📍 नई दिल्ली pic.twitter.com/oYyBmq3Du0
প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে ৷ সেই সঙ্গে, দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷ অন্যদিকে, আগামী 7 দিন দলের সমস্ত অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ৷