ETV Bharat / sports

'জোকার' বানিয়ে কোহলির মুণ্ডপাত অজি মিডিয়ায়, জবাব দিতে ব্যর্থ বিরাট - BORDER GAVASKAR TROPHY

অজি সংবাদপত্রে বিরাট কোহলিকে অপমান ৷ কনস্টাস-কাণ্ডে ইন্ডিয়ান গ্রেট'কে তীব্র আক্রমণ সেদেশের সংবাদমাধ্যমের ৷

VIRAT KOHLI
বিরাট কোহলি (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 27, 2024, 12:59 PM IST

মেলবোর্ন, 27 ডিসেম্বর: ম্যাচ ফি'র 20 শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট ৷ তরুণ অজি ব্যাটার স্য়াম কনস্টাসকে ধাক্কা দিয়ে আইসিসি'র তরফে শাস্তি পেয়ে গিয়েছেন বিরাট কোহলি ৷ কিন্তু অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে প্রাক্তন ভারত অধিনায়কের মুণ্ডচ্ছেদ চলছেই ৷ কনস্টাস-কাণ্ডে কোহলিকে 'জোকার' সম্বোধন করল অজি মিডিয়া ৷

শুধুই কি 'জোকার'? 81টি আন্তর্জাতিক শতরানের মালিককে 'কাঁদুনে' বলেও উল্লেখ করেছে অজি মিডিয়া ৷ 'দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান' শুক্রবার তাদের খেলার পাতায় কোহলিকে জোকার সম্বোধন করে লিখেছে, "স্বপ্নের অভিষেকে অজি কিশোরকে দুর্ভাগ্যজনকভাবে ধাক্কা মেরে তিরস্কৃত কাপুরুষ ভারতীয় ৷" শাস্তি ঘোষণা হওয়া সত্ত্বেও কোহলির কীর্তি নিয়ে এতটাই ভাবিত অজি মিডিয়া, যে অভিষেকে কনস্টাসের 60 রানের ইনিংস সেখানে গৌণ হয়ে গিয়েছে ৷

অজি মিডিয়ার এমন দুর্ব্যবহারের পাল্টা ব্য়াটিংয়ে দেবেন বিরাট কোহলি ৷ প্রত্যাশায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু ভালো শুরু করেও মেলবোর্নে বড় রানের ইনিংস সাজাতে ব্যর্থ কোহলি ৷ 86 বলে 36 রান করে ফিরলেন তারকা ব্যাটার ৷ তাতে অবশ্য কোহলিকে নিয়ে অজি মিডিয়ার লাগামছাড়া নিন্দের ঘটনা ফিকে হচ্ছে না ৷ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী অবশ্য গোটা ঘটনাটিকে সেদেশের সংবাদমাধ্যমের 'হতাশা' বলে উল্লেখ করেছেন ৷ শাস্ত্রীর কথায়, "সিরিজে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলা হয়েছে ৷ স্কোর 1-1 ৷ এখনও সিরিজের ফয়সালা হয়নি ৷ যদি অস্ট্রেলিয়া সিরিজে 3-0 কিংবা 2-0 ব্যবধানে এগিয়ে থাকত তাহলে হয়তো বিষয়টা এরকম দাঁড়াত না ৷ সংবাদমাধ্যম-সহ গোটা দেশ এখন দলের পাশে ৷ তাঁরা সবরকম ভাবে চেষ্টা করছে মেলবোর্নে যাতে জয় আসে ৷"

বৃহস্পতিবার মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের প্রথমদিন 19 বছরের তরুণ অজি ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ৷ অস্ট্রেলিয়া ইনিংসের দশম ওভার শেষে অজি ব্যাটার যখন প্রান্ত বদল করছেন, তখন উল্টোদিক থেকে হেঁটে আসা কোহলি তাঁকে ধাক্কা দেন ৷ কনস্টাস নিজে ঘটনাটি নিয়ে জলঘোলা করতে নিষেধ করলেও রে রে করে ওঠে প্রাক্তন অজি ক্রিকেটাররা ৷ যার প্রতিফলন এদিনের সংবাদমাধ্যম ৷ ঘটনায় ইতিমধ্যেই আইসিসি শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.