ETV Bharat / sports

বদলে যাওয়া মহেশ এখন রক্ষণ ও আক্রমণের যোগসূত্র, প্রশংসায় ইস্টবেঙ্গল কোচ - OSCAR PRAISES MAHESH

মিনি ডার্বির শেষে ম্য়াচের সেরা মহেশের প্রশংসা লাল-হলুদ কোচের গলায় ৷ বদলে যাওয়া ফুটবলারকে নিয়ে কী বললেন অস্কার ?

NAOREM MAHESH SINGH
নাওরেম মহেশ সিং (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 17, 2025, 8:01 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: অস্কার ব্রুজোঁর কোচিংয়ে নতুন ভূমিকায় নিজেকে আবিষ্কার করছেন নাওরেম মহেশ সিং। আগে প্রান্ত ধরে দৌড়ে সেন্টারে গোলের বল বাড়ানোর দায়িত্ব সামলাতেন। নতুন কোচের হাতে পড়ে মাঝমাঠে মহেশের দায়িত্ব বদলে গিয়েছে। প্রান্তিক দৌড় নয়, মণিপুরের ফুটবলার এখন আক্রমণভাগ এবং রক্ষণের যোগসূত্রের কাজ করছেন। প্রতিপক্ষ আক্রমণের সময় রক্ষণকে সাহায্য করে দলের আক্রমণ গড়ে তোলার কাজ করছেন। সবমিলিয়ে নতুন ভূমিকায় সফল মহেশ।

মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ফিরতি মিনি ডার্বিতে তাঁর এবং পিভি বিষ্ণুর যুগলবন্দিতে দলের প্রথম গোল এসেছে। প্রথম লেগে মহামেডানের বিরুদ্ধে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়েছিল। ফিরতি লড়াইয়ে নায়ক মহেশ। ম্য়াচ শেষে তাঁর পারফরম্যান্সের প্রশংসায় কোচ অস্কার ব্রুজোঁ। নন্দকুমারের খেলারও প্রশংসা করেছেন স্প্যানিশ কোচ। লাল-হলুদ কোচ বলছেন, "নন্দর পরিবারের একজন প্রয়াত হয়েছেন বলে ওর সময়টা ভালো যাচ্ছিল না। তবে নন্দ ও মহেশ ভালো খেলেছে। প্রথম লেগে যা হয়েছিল, সেজন্য আমরা খুশি ছিলাম না। সেই ম্যাচে ন'জনে খেলতে হয়েছিল আমাদের। মহামেডানের বিরুদ্ধে গত ম্যাচে ওরা দু'জন লাল কার্ড দেখে যে সমস্যা তৈরি করেছিল, তার প্রায়শ্চিত্ত করল বলতে পারেন।"

অস্কার ব্রুজোঁর বক্তব্য (ETV Bharat)

এছাড়া সল ক্রেসপো মাঠে ফিরে সমস্যা অনেক কমিয়ে দিয়েছে বলেও মনে করেন অস্কার। ব্রুজোঁ বলেন, "ও আমাদের দলের একজন নির্ভরযোগ্য ফুটবলার। তবে আজ ওকে মাত্র 30 মিনিট পেয়েছি। ওকে আমাদের পুরো 90 মিনিট দরকার।"

অঙ্কের বিচারে প্রথম ছ'য়ে ওঠার আশা রয়েছে। তবে তার বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ ইস্টবেঙ্গলের। কারণ, তার জন্য প্রচুর পারমুটেশন-কম্বিনেশন করতে হবে লিগের পয়েন্ট টেবলে। তাই লিগের শেষটুকু আপাতত ভালোভাবে শেষ করাই পাখির চোখ লাল-হলুদের। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই মহেশদের হেডস্যর বলছেন, "আইএসএলে আমরা লড়াই ছেড়ে দিইনি। লড়াই জারি থাকবে। যতটা ভালোভাবে শেষ করা যায় সেই চেষ্টাই করব। পরবর্তী ম্যাচে যদি সেলিস ও জিকসনকে পেয়ে যাই, তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদিও ওদের পেশির চোট রয়েছে, তাই জোর করে খেলিয়ে ঝুঁকি নিতে রাজি নই আমরা।"

আরও পড়ুন:

কলকাতা, 17 ফেব্রুয়ারি: অস্কার ব্রুজোঁর কোচিংয়ে নতুন ভূমিকায় নিজেকে আবিষ্কার করছেন নাওরেম মহেশ সিং। আগে প্রান্ত ধরে দৌড়ে সেন্টারে গোলের বল বাড়ানোর দায়িত্ব সামলাতেন। নতুন কোচের হাতে পড়ে মাঝমাঠে মহেশের দায়িত্ব বদলে গিয়েছে। প্রান্তিক দৌড় নয়, মণিপুরের ফুটবলার এখন আক্রমণভাগ এবং রক্ষণের যোগসূত্রের কাজ করছেন। প্রতিপক্ষ আক্রমণের সময় রক্ষণকে সাহায্য করে দলের আক্রমণ গড়ে তোলার কাজ করছেন। সবমিলিয়ে নতুন ভূমিকায় সফল মহেশ।

মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ফিরতি মিনি ডার্বিতে তাঁর এবং পিভি বিষ্ণুর যুগলবন্দিতে দলের প্রথম গোল এসেছে। প্রথম লেগে মহামেডানের বিরুদ্ধে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়েছিল। ফিরতি লড়াইয়ে নায়ক মহেশ। ম্য়াচ শেষে তাঁর পারফরম্যান্সের প্রশংসায় কোচ অস্কার ব্রুজোঁ। নন্দকুমারের খেলারও প্রশংসা করেছেন স্প্যানিশ কোচ। লাল-হলুদ কোচ বলছেন, "নন্দর পরিবারের একজন প্রয়াত হয়েছেন বলে ওর সময়টা ভালো যাচ্ছিল না। তবে নন্দ ও মহেশ ভালো খেলেছে। প্রথম লেগে যা হয়েছিল, সেজন্য আমরা খুশি ছিলাম না। সেই ম্যাচে ন'জনে খেলতে হয়েছিল আমাদের। মহামেডানের বিরুদ্ধে গত ম্যাচে ওরা দু'জন লাল কার্ড দেখে যে সমস্যা তৈরি করেছিল, তার প্রায়শ্চিত্ত করল বলতে পারেন।"

অস্কার ব্রুজোঁর বক্তব্য (ETV Bharat)

এছাড়া সল ক্রেসপো মাঠে ফিরে সমস্যা অনেক কমিয়ে দিয়েছে বলেও মনে করেন অস্কার। ব্রুজোঁ বলেন, "ও আমাদের দলের একজন নির্ভরযোগ্য ফুটবলার। তবে আজ ওকে মাত্র 30 মিনিট পেয়েছি। ওকে আমাদের পুরো 90 মিনিট দরকার।"

অঙ্কের বিচারে প্রথম ছ'য়ে ওঠার আশা রয়েছে। তবে তার বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ ইস্টবেঙ্গলের। কারণ, তার জন্য প্রচুর পারমুটেশন-কম্বিনেশন করতে হবে লিগের পয়েন্ট টেবলে। তাই লিগের শেষটুকু আপাতত ভালোভাবে শেষ করাই পাখির চোখ লাল-হলুদের। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই মহেশদের হেডস্যর বলছেন, "আইএসএলে আমরা লড়াই ছেড়ে দিইনি। লড়াই জারি থাকবে। যতটা ভালোভাবে শেষ করা যায় সেই চেষ্টাই করব। পরবর্তী ম্যাচে যদি সেলিস ও জিকসনকে পেয়ে যাই, তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদিও ওদের পেশির চোট রয়েছে, তাই জোর করে খেলিয়ে ঝুঁকি নিতে রাজি নই আমরা।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.