ETV Bharat / sports

ভারতীয় ফুটবলের ইতিহাসে কখনও এমন দিন আসেনি : বাইচুং - BHAICHUNG BHUTIA

রবিবার বার্নপুর স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলায় অতিথি ছিলেন বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহা ৷

Bhaichung Bhutia
বার্নপুর স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলায় বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 17, 2025, 5:01 PM IST

বার্নপুর (পশ্চিম বর্ধমান), 17 ফেব্রুয়ারি: ভারতীয় ফুটবলের ইতিহাসে মাঠের বাইরে এত বিতর্ক কখনও ছড়ায়নি । যার ফল পড়েছে খেলায় । 2024-এ একটাও ম্যাচ জিততে পারেনি দল । সবার আগে পরিচালকদের পেশাদার মনোভাব আনতে হবে ।

একথা আমরা বলছি না ৷ বলছেন বাইচুং ভুটিয়া ৷ রবিবার পশ্চিম বর্ধমানের বার্নপুরে ইস্কো চ্যালেঞ্জ ট্রফি ফুটবলের চূড়ান্ত পর্বের খেলায় এসেছিলেন তিনি ৷ তখনই ভারতীয় দল নিয়ে এমন মন্তব্য করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া ।

ভারতীয় ফুটবলের ইতিহাসে কখনও এমন দিন আসেনি : বাইচুং (ইটিভি ভারত)

তাঁর সঙ্গে ছিলেন আলভিটো ডি'কুনহা ৷ ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে হতাশার সুর শোনা গিয়েছে ইস্টবেঙ্গল তথা ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আলভিটোর গলায় ।

রবিবার বিকেলে বার্নপুর স্টেডিয়ামে এসেছিলেন দুই বিশিষ্ট ফুটবলার বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি'কুনহা । বার্নপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলা ছিল এদিন । আর প্রিয় দুই তারকাকে দেখতে মাঠে প্রচুর দর্শক সমাগমও হয়েছিল । কিন্তু ফুটবল নিয়ে এত উন্মাদনার পরেও ভারতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশার সুর প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার গলায় ।

Bhaichung Bhutia
বার্নপুর স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলায় বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহা (নিজস্ব ছবি)

ভারতীয় দলের কেন এই দুর্দশা, তা নিয়ে ইটিভি ভারত-এর প্রতিনিধির প্রশ্নের উত্তরে বাইচুং ভুটিয়া বলেন, "2024 ভারতীয় ফুটবলের জন্য খুব খারাপ সময় ছিল । একটাও ম্যাচ আমরা জিততে পারিনি । মাঠের বাইরে প্রচুর বিতর্ক ছিল । ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথমবার তিন বছরে তিনজন সাধারণ সম্পাদক পাল্টেছে । সভাপতির উপরে বিতর্কের অভিযোগ রয়েছে । অনেকেই সভাপতিকে চাইছেন না । তবু আশা রাখি 2025 ভালো হবে । কিন্তু ইন্ডিয়ান টিমের পরিচালকদের পেশাদার হতে হবে ।"

Bhaichung Bhutia
বার্নপুর স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলায় বাইচুং ভুটিয়া (নিজস্ব ছবি)

অন্যদিকে একের পর খারাপ ফল হচ্ছে ইস্টবেঙ্গলের । ফ্যানেরা মুহ্যমান । ইস্টবেঙ্গল নিয়ে হতাশার সুর শোনা গেল লাল-হলুদের প্রাক্তনী আলভিটো ডি’কুনহার গলায় ৷ তিনি বলেন "খুব খারাপ লাগছে । ইস্টবেঙ্গলের ফ্যানরাও দিনের পর দিন হতাশ হচ্ছেন । টিম দেখে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল সুপার সিক্স প্রতিযোগী হয়ে উঠতে পারে । কিন্তু কোনও কারণবশত ইস্টবেঙ্গল অনেক পিছনে ।’’

Bhaichung Bhutia
বার্নপুর স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলায় বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহা (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘ইস্টবেঙ্গলের একজন প্রাক্তনী ও ফ্যান হিসেবে বলতে পারি পরের বছর ইস্টবেঙ্গল টপ সিক্সে এলে ভালো লাগবে । কিন্তু যাঁরা খেলছেন, তাঁদের ইস্টবেঙ্গলের ঐতিহ্য ও ফ্যানদের ভালোবাসার কথা মাথায় রাখতে হবে ।"

বার্নপুর (পশ্চিম বর্ধমান), 17 ফেব্রুয়ারি: ভারতীয় ফুটবলের ইতিহাসে মাঠের বাইরে এত বিতর্ক কখনও ছড়ায়নি । যার ফল পড়েছে খেলায় । 2024-এ একটাও ম্যাচ জিততে পারেনি দল । সবার আগে পরিচালকদের পেশাদার মনোভাব আনতে হবে ।

একথা আমরা বলছি না ৷ বলছেন বাইচুং ভুটিয়া ৷ রবিবার পশ্চিম বর্ধমানের বার্নপুরে ইস্কো চ্যালেঞ্জ ট্রফি ফুটবলের চূড়ান্ত পর্বের খেলায় এসেছিলেন তিনি ৷ তখনই ভারতীয় দল নিয়ে এমন মন্তব্য করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া ।

ভারতীয় ফুটবলের ইতিহাসে কখনও এমন দিন আসেনি : বাইচুং (ইটিভি ভারত)

তাঁর সঙ্গে ছিলেন আলভিটো ডি'কুনহা ৷ ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে হতাশার সুর শোনা গিয়েছে ইস্টবেঙ্গল তথা ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আলভিটোর গলায় ।

রবিবার বিকেলে বার্নপুর স্টেডিয়ামে এসেছিলেন দুই বিশিষ্ট ফুটবলার বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি'কুনহা । বার্নপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলা ছিল এদিন । আর প্রিয় দুই তারকাকে দেখতে মাঠে প্রচুর দর্শক সমাগমও হয়েছিল । কিন্তু ফুটবল নিয়ে এত উন্মাদনার পরেও ভারতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশার সুর প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার গলায় ।

Bhaichung Bhutia
বার্নপুর স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলায় বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহা (নিজস্ব ছবি)

ভারতীয় দলের কেন এই দুর্দশা, তা নিয়ে ইটিভি ভারত-এর প্রতিনিধির প্রশ্নের উত্তরে বাইচুং ভুটিয়া বলেন, "2024 ভারতীয় ফুটবলের জন্য খুব খারাপ সময় ছিল । একটাও ম্যাচ আমরা জিততে পারিনি । মাঠের বাইরে প্রচুর বিতর্ক ছিল । ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথমবার তিন বছরে তিনজন সাধারণ সম্পাদক পাল্টেছে । সভাপতির উপরে বিতর্কের অভিযোগ রয়েছে । অনেকেই সভাপতিকে চাইছেন না । তবু আশা রাখি 2025 ভালো হবে । কিন্তু ইন্ডিয়ান টিমের পরিচালকদের পেশাদার হতে হবে ।"

Bhaichung Bhutia
বার্নপুর স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলায় বাইচুং ভুটিয়া (নিজস্ব ছবি)

অন্যদিকে একের পর খারাপ ফল হচ্ছে ইস্টবেঙ্গলের । ফ্যানেরা মুহ্যমান । ইস্টবেঙ্গল নিয়ে হতাশার সুর শোনা গেল লাল-হলুদের প্রাক্তনী আলভিটো ডি’কুনহার গলায় ৷ তিনি বলেন "খুব খারাপ লাগছে । ইস্টবেঙ্গলের ফ্যানরাও দিনের পর দিন হতাশ হচ্ছেন । টিম দেখে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল সুপার সিক্স প্রতিযোগী হয়ে উঠতে পারে । কিন্তু কোনও কারণবশত ইস্টবেঙ্গল অনেক পিছনে ।’’

Bhaichung Bhutia
বার্নপুর স্টেডিয়ামে ইস্কো চ্যালেঞ্জ ট্রফির চূড়ান্ত পর্বের খেলায় বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহা (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘ইস্টবেঙ্গলের একজন প্রাক্তনী ও ফ্যান হিসেবে বলতে পারি পরের বছর ইস্টবেঙ্গল টপ সিক্সে এলে ভালো লাগবে । কিন্তু যাঁরা খেলছেন, তাঁদের ইস্টবেঙ্গলের ঐতিহ্য ও ফ্যানদের ভালোবাসার কথা মাথায় রাখতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.