ETV Bharat / technology

iphone-16 থেকে সস্তা 16e, ফিচারেও নেই বেশি পার্থক্য - APPLE IPHONE 16E LAUNCHED

অ্যাপল তাদের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iphone-16e ​​লঞ্চ করেছে। এই ফোনটিতে 6.1 ইঞ্চির OLED স্ক্রিন এবং আধুনিক A18 চিপ রয়েছে ।

iphone 16e
অ্যাপল iphone 16e (ছবি apple)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 20, 2025, 10:36 AM IST

হায়দরাবাদ: লঞ্চ করেছে সস্তার মডেল iphone 16e ৷ এটি আইফোন 16 সিরিজের শেষ মডেল যেটি 6.1 ইঞ্চি ওএলইডি স্ক্রিন এবং A18 চিপ রয়েছে । নতুন iPhone 16e অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে ৷ এখনও পর্যন্ত 16 সিরিজ ছাড়া iPhone 15 Pro (2023) এ সাপোর্ট করে অ্যাপল ইন্টেলিজেন্স । iPhone 16e এতে রয়েছে 48-মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং অ্যাকশন সুইচ ।

Zeiss-ব্র্যান্ডের ক্যামেরা সেটআপে ভারতে লঞ্চ করল Vivo V50

iPhone 16e এর স্পেসিফিকেশন:
অ্যপল এই ফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED (1,170x2,532 পিক্সেল) ডিসপ্লে দিয়েছে । এটির ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস উজ্জ্বলতা ৷ স্ক্রিনে আরও শক্ত করতে অ্যাপল সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে । এই ডিভাইসে 3nm A18 চিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ যাতে মাল্টিটাক্সিং-এ কোনও সমস্যা না-হয় ৷ আইফোন 16 সিরিজে ব্যবহার করা হয়েছে A18 চিপ । ডিভাইসটিতে 512 জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে ।

ক্যামেরা সেটআপ
iphone 16e-এ রয়েছে 48MP সিঙ্গেল ক্যামেরা ৷ যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার রয়েছে ৷ সেইসঙ্গে সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে । আগের অন্যান্য সিরিজের মতো ফেস আইডি সাপোর্টিং ফিচার যোগ করা হয়েছে ৷ তবে iPhone SE (থার্ড জেনেরেশন)-এ ছিল টাচ আইডি । ফোনটিতে স্টেরিয়ো স্পিকার রয়েছে ।

নতুন iphone 16e-এ 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.3, NFC এবং GPS সাপোর্ট ফিচার রয়েছে । ডিভাইসটি স্যাটেলাইটের মাধ্যমে অ্যাপলের জরুরি এসওএসও সার্ভিস সাপোর্ট করে । এত রয়েছে USB টাইপ-সি পোর্ট রয়েছে ৷ যেটি 18 ওয়াট তারযুক্ত চার্জিং এবং 7.5 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে । এই ফোনটির IP68 রেটিং রয়েছে, ধুলো ও জলে কোনও ক্ষতি হয় না। এই ডিভাইসের ওজন 167 গ্রাম ।

দাম কত ?
কোম্পানি ভারতে iPhone 16e সিরিজটি 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করেছে 59,900 টাকা । 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 96,900 টাকা এবং 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 89,900 টাকা । 21 ফেব্রুয়ারি থেকে ফোনটির প্রি-অর্ডার বুকিং শুরু হবে ৷ 28 ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে ৷ আপাতত কালো এবং সাদা এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে ৷

4.30 লক্ষ প্রি-অর্ডারে রেকর্ড গড়ল Samsung Galaxy S25 সিরিজ

হায়দরাবাদ: লঞ্চ করেছে সস্তার মডেল iphone 16e ৷ এটি আইফোন 16 সিরিজের শেষ মডেল যেটি 6.1 ইঞ্চি ওএলইডি স্ক্রিন এবং A18 চিপ রয়েছে । নতুন iPhone 16e অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে ৷ এখনও পর্যন্ত 16 সিরিজ ছাড়া iPhone 15 Pro (2023) এ সাপোর্ট করে অ্যাপল ইন্টেলিজেন্স । iPhone 16e এতে রয়েছে 48-মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং অ্যাকশন সুইচ ।

Zeiss-ব্র্যান্ডের ক্যামেরা সেটআপে ভারতে লঞ্চ করল Vivo V50

iPhone 16e এর স্পেসিফিকেশন:
অ্যপল এই ফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED (1,170x2,532 পিক্সেল) ডিসপ্লে দিয়েছে । এটির ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস উজ্জ্বলতা ৷ স্ক্রিনে আরও শক্ত করতে অ্যাপল সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে । এই ডিভাইসে 3nm A18 চিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ যাতে মাল্টিটাক্সিং-এ কোনও সমস্যা না-হয় ৷ আইফোন 16 সিরিজে ব্যবহার করা হয়েছে A18 চিপ । ডিভাইসটিতে 512 জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে ।

ক্যামেরা সেটআপ
iphone 16e-এ রয়েছে 48MP সিঙ্গেল ক্যামেরা ৷ যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার রয়েছে ৷ সেইসঙ্গে সেলফি এবং ভিডিয়ো কলের জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে । আগের অন্যান্য সিরিজের মতো ফেস আইডি সাপোর্টিং ফিচার যোগ করা হয়েছে ৷ তবে iPhone SE (থার্ড জেনেরেশন)-এ ছিল টাচ আইডি । ফোনটিতে স্টেরিয়ো স্পিকার রয়েছে ।

নতুন iphone 16e-এ 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.3, NFC এবং GPS সাপোর্ট ফিচার রয়েছে । ডিভাইসটি স্যাটেলাইটের মাধ্যমে অ্যাপলের জরুরি এসওএসও সার্ভিস সাপোর্ট করে । এত রয়েছে USB টাইপ-সি পোর্ট রয়েছে ৷ যেটি 18 ওয়াট তারযুক্ত চার্জিং এবং 7.5 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে । এই ফোনটির IP68 রেটিং রয়েছে, ধুলো ও জলে কোনও ক্ষতি হয় না। এই ডিভাইসের ওজন 167 গ্রাম ।

দাম কত ?
কোম্পানি ভারতে iPhone 16e সিরিজটি 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করেছে 59,900 টাকা । 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 96,900 টাকা এবং 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 89,900 টাকা । 21 ফেব্রুয়ারি থেকে ফোনটির প্রি-অর্ডার বুকিং শুরু হবে ৷ 28 ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে ৷ আপাতত কালো এবং সাদা এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে ৷

4.30 লক্ষ প্রি-অর্ডারে রেকর্ড গড়ল Samsung Galaxy S25 সিরিজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.