পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক সপ্তাহে উধাও শতাধিক রোগী ! প্রশ্নের মুখে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল - Midnapore Medical College Hospital - MIDNAPORE MEDICAL COLLEGE HOSPITAL

Patients Disappear from Midnapore Medical College and Hospital: এক সপ্তাহে একশোরও বেশি রোগী পালিয়ে গেলেন হাসপাতাল থেকে ! মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে না জানিয়েই চলে যাচ্ছেন রোগীরা ৷ এই ঘটনার তদন্তে চারজনের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ কিন্তু কেন হাসপাতাল ছেড়ে পালাচ্ছেন রোগীরা ?

Medinipur Medical College
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 8:54 PM IST

Updated : Jul 31, 2024, 10:24 PM IST

মেদিনীপুর, 31 জুলাই: হাসপাতাল থেকে উধাও এক বা দুই নয়, 121 জন রোগী ৷ পরিষেবা নিয়ে আগেই অভিযোগ উঠেছিল ৷ এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী উধাও হয়ে যাওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল থেকে 121 জন রোগী পালানোর খবর মিলেছে ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে পড়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ইটিভি ভারত)

গত সোমবারই 'নিখোঁজ' হয়েছেন 20 জন রোগী ৷ অভিযোগ, পরিষেবা না পেয়ে রোগীকে ডিসচার্জ না করিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে তাঁদের পরিবার । এই ঘটনার কারণ খুঁজতে ও সমাধানে চারজনের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার ৷

হাসপাতাল থেকে কেন পালিয়ে যাচ্ছেন রোগীরা ?

কী কারণে রোগী হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন ? হাসপাতাল কর্তৃপক্ষ তা জানতে পারছে না ৷ এই অবস্থায় হাসপাতালের পরিষেবা, পরিচালন নিয়ে প্রশ্ন উঠছে । যদিও হাসপাতাল সূত্রে দাবি, এই রোগীদের বেশিরভাগেরই ডিসচার্জ হয়ে গিয়েছিল ৷ বাকিরা ডিসচার্জের ঠিক আগে আগেই হাসপাতালে না জানিয়ে চলে গিয়েছেন । পরিদর্শনে গিয়ে দেখা যায়, এই রোগীদের বেশির ভাগই ভর্তি ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে ৷ এদিকে ওয়ার্ডের হাল দেখলে শিউরে উঠছেন সেখানে যাওয়া অনেকেই ।

হাসপাতালে বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের ৷ এই ভরা বর্ষায় খোলা জানালার পাশেই শুয়ে থাকতে হচ্ছে মুমূর্ষু রোগীদের ৷ তাছাড়া, হাসপাতালের ভিতরে ও বাইরে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা, ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড় ৷ ঘুরে বেড়াচ্ছে বিড়াল ৷ এইসব নিয়েই থাকতে হচ্ছে রোগীদের ৷ হাসপাতালের পরিষেবা থেকে নিরাপত্তা, সবকিছুর বিরুদ্ধেই সরব হয়েছেন রোগী থেকে রোগীর পরিবার ৷

কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ ?

এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জয়ন্ত কুমার রাউত ৷ তাঁর দাবি, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি । বরং, হাসপাতালে নির্মাণের কাজ চলছে ৷ তারপরেও রোগী ভর্তি করা হচ্ছে এবং কাউকে রেফার করে ফিরিয়ে দেওয়া হচ্ছে না বলেই দাবি করেন তিনি ৷

হাসপাতাল থেকে রোগী উধাও হওয়া নিয়েও কটাক্ষ করেছে বিজেপি ৷ দলের জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, "মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোনও চিকিৎসা হয় না ৷ এখানে ছাগল, কুকুর ঘুরে বেড়ায় ৷ রোগীরা ভর্তি হয়, কিন্তু চিকিৎসা না পেয়ে অবশেষে রাতারাতি পালিয়ে যায় হাসপাতাল থেকে ৷ এই হাসপাতাল দালালে ভরে গিয়েছে ।"

এই অভিযোগের জবাব দিয়েছে শাসকদল । মেদিনীপুর সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে রোগী পালিয়ে যাওয়ার ঘটনা আগে কখনও ঘটেনি । যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে হাসপাতালের আধিকারিকদের অবিলম্বে দেখা উচিত । এই ঘটনা কোনওভাবে মেনে নেওয়া যায় না ।"

Last Updated : Jul 31, 2024, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details