পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হোয়াইটওয়াশে খোয়া গেল শীর্ষস্থান, এরপরেও কীভাবে ফাইনালে যেতে পারে ভারত?

কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ হয়ে জয়ের শতকরা হার 60 শতাংশের নীচে নামল ভারতের ৷ কোন পথে ডব্লিউটিসি ফাইনালে যেতে পারেন রোহিতরা ?

WTC POINTS TABLE
শীর্ষস্থান হাতছাড়া ভারতের (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 3, 2024, 3:18 PM IST

হায়দরাবাদ, 3 নভেম্বর: সিরিজ হারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের কথা ভেবে মুম্বই টেস্টে জিততে চেয়েছিল ভারত ৷ কিন্তু ওয়াংখেড়েতে হেরে লজ্জার নজির গড়ল রোহিতব্রিগেড ৷ প্রায় আড়াই দশক পর দেশের মাটিতে টেস্ট সিরিজে চুনকাম হয়ে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় শীর্ষস্থান খোয়া গেল ভারতীয় দলের ৷ আর রোহিচদের সরিয়ে প্রথমস্থানে চলে এল অস্ট্রেলিয়া ৷ অন্যদিকে মুম্বই টেস্ট শুরুর আগে পয়েন্ট তালিকায় পাঁচে থাকা নিউজিল্যান্ড ভারতকে চুনকাম করে উঠে এল চারে ৷

রবিবার ওয়াংখেড়েতে কিউয়িদের কাছে 25 রানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হতে হল ভারতকে ৷ এই হারের সঙ্গে চলতি ডব্লিউটিসি চক্রে 14 ম্যাচ পর টিম ইন্ডিয়ার জয়ের হার কমে হল 58.33% ৷ অন্যদিক 12 ম্যাচ পর 62.50% জয়ের হার নিয়ে শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া ৷ এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তাঁদের দেশে চলতি মাসে পাঁচ টেস্টের সিরিজে অবতীর্ণ হবে ভারত ৷ তাই বর্ডার-গাভাসকর ট্রফির আগে এই পদস্খলন আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে রোহিতদের ৷ অন্যদিকে ভারতকে হারিয়ে 54.55% জয়ের হার নিয়ে চারে উঠে এল টম ল্যাথামের নিউজিল্যান্ড ৷

প্রথমবারের টেস্ট বিশ্বচ্যাম্পিয়নরা টপকে গেল দক্ষিণ আফ্রিকাকে (54.17%) ৷ যারা সম্প্রতি বাংলাদেশকে তাঁদের দেশে গিয়ে হোয়াইটওয়াশ করেছে ৷ সে যাইহোক, এখন প্রশ্ন হচ্ছে ভারতের পক্ষে কী এরপর টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন সম্ভব? পয়েন্ট তালিকা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে সিরিজে চুনকামের পরও ভারত ফাইনালে যাওয়ার প্রবল দাবিদার ৷ তবে এটা মানতেই হবে যে, কাজটা কঠিন হল ৷

পরিসংখ্যান বলছে, বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের মধ্যে কমপক্ষে চারটিতেই জিততে হবে ভারতকে ৷ তাহলে কারও ভরসায় না-থেকে শতকরা জয়ের নিরিখে ফাইনালে প্রবেশ করে যাবে টিম ইন্ডিয়া ৷ কিন্তু ফলাফল তেমনটা না-হলে অর্থাৎ, চারটি টেস্ট ক্যাঙারুর দেশে ভারত চার টেস্টে জিততে না-পারলে অন্যান্যদের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতীয় দলকে ৷ বিশেষ করে ফাইনালের দৌড়ে থাকা অন্যান্য প্রথমসারির দলগুলোর দিকে ৷ এক্ষেত্রে তৃতীয়স্থানে থাকা শ্রীলঙ্কা আগামীতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দু'টো দলের বিরুদ্ধেই টেস্ট সিরিজ খেলবে ৷ সেই সিরিজগুলোর ফলাফলের সরাসরি প্রভাব পড়বে টানা তৃতীয়বার ভারতের ফাইনালে যোগ্যতাঅর্জনে ৷

ABOUT THE AUTHOR

...view details