বেঙ্গালুরু, 25 ফেব্রুয়ারি: তিনবছর আগে থমাস কাপ জয় ৷ তারও আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ৷ ভারতীয় ব্যাডমিন্টনের আগামীর তারকা হিসেবে বিবেচিত করা হয় তাঁকে ৷ সেই তারকা শাটলার লক্ষ্য সেনের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর মারাত্মক অভিযোগ ৷ এ বিষয়ে আলমোরার শাটলার এবং তাঁর পরিবারের আবেদনে কর্ণপাত না-করে তদন্ত জারি রাখার নির্দেশ দিল কর্ণাটক হাইকোর্ট ৷
বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং একাধিক সরকারি সুযোগ-সুবিধা পেতে লক্ষ্য সেন এবং তাঁর ভাই চিরাগ সেনের জন্মের শংসাপত্র নকল করেছে তাঁর পরিবার ৷ যাঁদের মধ্যে রয়েছেন লক্ষ্যর বাবা ধীরেন্দ্র সেন, মা নির্মলা সেন এবং কোচ ইউভি কুমার ৷ বয়স ভাঁড়িয়ে নয়া শংসাপত্রে দু'জনেরই বয়স প্রায় আড়াই বছর করে কমানো হয়েছে ৷ আর এই ব্য়াপারে লক্ষ্যর পরিবারকে সাহায্য করেছেন কর্ণাটক ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশেনর এক আধিকারিক ৷ এই মর্মে বেঙ্গালুরু আদালতে অভিযোগ দায়ের করেছিলেন এমজি নাগারাজ নামে জনৈক ব্যক্তি ৷
তাঁর অভিযোগের স্বপক্ষে বিভিন্ন তথ্যপ্রমাণ আদালতে জমা করেন অভিযোগকারী ৷ আরটিআই ধারা মেনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার থেকে বয়স সংক্রান্ত আসল নথি নিয়ে তা আদালতে জমা করা হয় ৷ আর সমস্ত নথি খতিয়ে দেখে হাই গ্রাউন্ড থানার পুলিশকে এ বিষয়ে তদন্তের নির্দশে দেওয়া হয় আদালতের তরফে ৷ আদালতের নির্দেশ পেয়ে 420-সহ একাধিক ধারায় অভিযুক্ত করে পুলিশ লক্ষ্য এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷
এমন সময় 2022 সালে গোটা বিষয়ে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ চেয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয় লক্ষ্যর পরিবার ৷ তাঁরা জানায়, অভিযোগ পুরোটাই ভিত্তিহীন ৷ গোটা বিষয়টিকে 'ষড়যন্ত্র' আখ্য়া দিয়ে আবেদনকারীদের তরফে বলা হয় এহেন অভিযোগ তাঁদেরকে নাজেহাল করার প্রয়াস ৷ এমনকী অভিযোগকারী এমজি নাগারাজ হিংসা চরিতার্থ করতেই এই পথ বেছে নিয়েছেন বলেও আবেদনে জানানো হয় ৷ কিন্তু এই বিষয়ে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ থাকার কারণে বিচারপতি এমজি উমা লক্ষ্যর পরিবারের তরফে আবেদন মানতে চাননি ৷ গত 19 ফেব্রুয়ারি তদন্ত জারি রাখার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে ৷ হাইকোর্ট আবেদন ফেরানোয় আবেদনকারীরা শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছেন বলে খবর ৷