পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের - West Indies vs Australia

West Indies Secure First Test Triumph: বল হাতে দুরন্ত জোসেফ ৷ 27 বছরের খরা কাটিয়ে ফের অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারাল ওয়েস্ট ইন্ডিজ ৷ 8 রানে জয়ের ম্যাচে শুধু সিরিজ হার থেকেই বাঁচেনি ক্যারিবিয়ানরা, একগুচ্ছ রেকর্ডও গড়ে ফেলেছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 6:03 PM IST

ব্রিসবেন, 28 জানুয়ারি: গাব্বায় দুরন্ত শামার জোসেফ ৷ তরুণ এই তুর্কীর দাপটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ ৷ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে 8 রানে হারিয়ে 27 বছরের খরা কাটাল ক্যারিবিয়ানরা ৷ অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার 1997 সালের ফেব্রুয়ারিতে অজিদের হারিয়েছিল কার্টলি অ্যামব্রোস, ব্রায়ান লারা সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ ৷ শুধু তাই নয়, গোলাপি বলের দিন-রাতের টেস্টে অজিদের প্রথমবার হারের স্বাদ দিল জোসুয়া ডি'সিলভা, কেমার রোচরা ৷

গাব্বায় চতুর্থ ইনিংসে 216 রান তাড়া করতে নেমে 205 রানেই থেমে যায় উসমান খোয়াজা, স্টিভ স্মিথরা ৷ সৌজন্যে, ওয়েস্ট ইন্ডিজের নয়া আবিষ্কার ৷ মাত্র 68 রান খরচ করে 7 উইকেট নেওয়া জোসেফের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন-আপ ৷ স্টিভ স্মিথ (146 বলে 91 রানে অপরাজিত) বড় ইনিংস খেললেও তা শেষ পর্যন্ত কাজে আসেনি ৷ দলের তারকা ব্যাটারকে খানিক সঙ্গ দিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ক্যামেরন গ্রিন (73 বলে 42) ৷ দুরন্ত ডেলিভারিতে তাঁর উইকেট ছিটকে দিয়ে অজিদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন জোসেফ ৷

প্রথম ইনিংসে 22 রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে 193 রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ 216 রানের টার্গেটে পৌঁছনোর আগেই আটকে যায় অজিরা ৷ শামার জোসেফ ছাড়াও 2 উইকেট এসেছে আলজারি জোসেফের ঝুলিতে ৷ জাস্টিন গ্রিভস পেয়েছেন একটি উইকেট ৷

রেকর্ড কী বলছে ?

  • দিন-রাতের টেস্ট ম্যাচে প্রথম হার অস্ট্রেলিয়ার। অজিরা এর আগের 11টি দিন-রাতের টেস্টের প্রতিটিতেই জিতেছিল। অন্যদিকে, দিন-রাতের টেস্টে এটি ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়, আগের চারটি ম্যাচেই হেরেছিল ক্যারিবিয়ানরা ।
  • টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ জয় এসেছিল 2003 সালে ৷ সেন্ট জনসের ওই ম্যাচে তিন উইকেটে জিতেছিল ওযেস্ট ইন্ডিজ । গত 20 বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 20টি টেস্ট খেলেছে তারা ৷ 16টিতে হেরেছে এবং 4টি ড্র হয়েছে ।
  • অস্ট্রেলিয়ার মাটিতে 1997 সালে শেষবার10 উইকেটে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ (পারথ) ৷ তার 27 বছর জয়ের পর এটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয় । মাঝে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মাটিতে 17 টেস্টের মধ্যে 15টিতে হেরেছে ।
  • গত 25 বছরে ঘরের মাঠে চতুর্থ ইনিংসে সবচেয়ে কম টার্গেট তাড়া করতে গিয়ে হারল অজিরা (216 রান) । 1998 সালে এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে 175 রান তাড়া করে হেরে গিয়েছিল ক্যাঙারু-ব্রিগেড ।

আরও পড়ুন:

  1. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
  2. অসম 'বধ' করে রঞ্জিতে বাংলার জয়ের সূর্যোদয়, অনুষ্টুপের প্রশংসায় মহারাজ
  3. 'সৌরভরা ঠিক সময় অন্যায় ধরিয়ে দিলে সংসারটা বাঁচত', শামিকে কদর্য আক্রমণ হাসিনের

ABOUT THE AUTHOR

...view details